Midnapore Fire:ঠাকুরের প্রদীপ থেকে আগুন লেগে পুড়ে ছারখার গৃহস্থ বাড়ি! দমকল এর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ক্ষতি ব্যাপক

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

ভর সন্ধ্যায় আগুনে পুড়ে গেল রামকৃষ্ণনগরের এক বাসিন্দার বাড়ি।সেই আগুনে নষ্ট হল মেয়ের যাবতীয় তথ্যাদি, ডকুমেন্টস এবং সার্টিফিকেট।যদিও এই খবর পেয়ে স্থানীয় কাউন্সিলার সৌরভ বসু দমকলে জানালে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।এই ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ।

ঘটনাটি মেদিনীপুর শহরের ৯ নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণ নগর এলাকার।স্থানীয় বাসিন্দা তরুণ রায় নামের এক ব্যক্তির বাড়িতে এই আগুন লাগার ঘটনা ঘটে।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন এবং প্রায় ৩০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনা সূত্রে জানা যায় এদিন সন্ধ্যেবেলায় তরুণ বাবুর স্ত্রী বাড়িতে পুজো দিয়ে বাইরে বেরিয়ে যান।ঘরে আর কেউ ছিলেন না সেই সময়।ঠাকুরকে দেওয়া প্রদীপ থেকে আগুন লেগে যাই বলে অনুমান এলাকাবাসীদের।সেই আগুন জ্বলতে দেখে তড়িঘড়ি এলাকার বাসিন্দারা স্থানীয় কাউন্সিলর সৌরভ বসুকে বিষয়টি জানান। সৌরভ বসু দমকলে খবর দিলে ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন।তারপর প্রায় আধ ঘন্টার প্রচেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আসে।এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে রামকৃষ্ণ নগর এলাকা জুড়ে।

তরুণ বাবুর স্ত্রী পাপিয়া রায় বলেন,তরুণ বাবু ব্যবসার কাজে বাড়ির বাইরেই থাকেন।এই ঘরের তিনি এবং তার ছেলে ও মেয়ে বসবাস করেন।এই ঘটনায় বাড়ির একটি রুম সম্পূর্ণভাবে পুড়ে ছারখার হয়ে যায়।এই আগুনে তার মেয়ের সমস্ত সার্টিফিকেটও পুড়ে নষ্ট হয়ে যায়। একদিকে যেমন এই ঘটনার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে তরুণ বাবুর বাড়ির একাংশ তেমনি ক্ষতিগ্রস্ত হয়েছেন তরুণ বাবুর মেয়ের ভবিষ্যতও।

এই বিষয়ে কাউন্সিলর সৌরভ বসু বলেন,”এটা একদম ঘিঞ্জি এলাকা।এই এলাকায় হঠাৎ করে আগুন লাগার খবর পায়। এরপর এসে দেখতে পেয়েছি সমস্ত কিছুই পুড়ে গিয়েছে।এরপর দমকল আসে।তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।কিন্তু বহু কিছু ক্ষতি হয়ে গেছে এই পরিবারের।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in