Vidyasagar University: বিদ্যাসাগর বিশ্ব বিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য কে সংবর্ধনা দিল ‘স্যাকটোয়া’!সেই সঙ্গে উপাচার্যকে তুলে দেওয়া হয় বেশ কিছু দাবি পত্র

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

বুধবার সকালে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য দীপককুমার করকে সংবর্ধনা দিল ‘স্যাকটোয়া’ অর্থাৎ ‘স্টেট এডেড কলেজ টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’।স্টেট এডেড কলেজ টিচারদের সর্ববৃহৎ সংগঠন স্টেট এডেড কলেজ টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্যের সাধারণ সম্পাদক গোপালচন্দ্র ঘোষের নেতৃত্বে আটজনের প্রতিনিধি দল পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা দেন।

মূলত পশ্চিমবঙ্গে নতুন জাতীয় শিক্ষানীতি (New Education Policy 2020) গৃহীত হয়েছে।সেই নতুন জাতীয় শিক্ষানীতির মূল উদ্দেশ্যই হলো কর্মোপযোগী দক্ষ নাগরিক তৈরি করা।মেদিনীপুর জেলা যেহেতু কৃষিজীবী জেলা,তাই বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আন্ডার গ্রেজুয়েট সিলেবাসে কৃষিবিদ্যা (Agronomy) বাধ্যতামূলক করা হোক।আগামীদিনের জন্য ছাত্র ছাত্রীদের কাছে এই পাঠ অত্যন্ত কার্যকরী হয়ে উঠবে। সেই সঙ্গে পশ্চিমবঙ্গ কৃষি নির্ভর রাজ্য, তাই রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ে কৃষিবিদ্যা পড়ানো হোক। অন্যদিকে নতুন শিক্ষানীতি অনুযায়ী রাজ্যের বিশ্ববিদ্যালয় গুলি নতুন সিলেবাস প্রস্তুত করছে। কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নতুন সিলেবাসে এত বৈচিত্র যে, পর্যাপ্ত বই পাওয়া দুষ্কর হয়ে উঠবে ছাত্রছাত্রী ও শিক্ষকদের পক্ষে।কেন না, প্রকাশক গণ রীতিমতো ধন্দে আছেন।রাজ্যের বিশ্ববিদ্যালয় গুলি সিলেবাসের মধ্যে একটা সাম্য রক্ষা করুক।

দাবি মেনে অ্যাকাডেমিক উন্নয়নের লক্ষ্যে স্যাকটোয়ার পাশে থাকার আশ্বাস দিলেন বিদ্যাসাগর বিশ্ব বিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য দীপককুমার কর।স্টেট এডেড কলেজ টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্যের সাধারণ সম্পাদক গোপালচন্দ্র ঘোষ বলেন, ‘নবনিযুক্ত উপাচার্য দীপকবাবুর সঙ্গে এদিন সৌজন্য মূলক সাক্ষাৎ করা হয়েছে। তাঁর হাতে আমরা বেশ কিছু দাবিপত্র তুলে দিয়েছি। উনি আমাদের সংগঠনের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।’





Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in