Fish Venkat:মারা গেলেন ফিশ ভেঙ্কট!কিডনির সমস্যায় জর্জরিত হয়ে মৃত্যু হলো মাত্র 53 বছর বয়েসে

Share

নিজস্ব প্রতিনিধি:

দক্ষিণী চলচ্চিত্রে ফের খারাপ খবর। বিখ্যাত অভিনেতা ফিশ ভেঙ্কট প্রয়াত। শুক্রবার ৫৩ বছর বয়সে এই অভিনেতা মারা যান। তিনি দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিলেন। কয়েক দিন আগে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং বলা হয়েছিল যে, তাঁর কিডনি কাজ করছে না। তাঁর পরিবার কিডনি প্রতিস্থাপনের জন্য একজন দাতার সন্ধান করছিল। কিন্তু সেই সময়টুকুও দিলেন না দক্ষিণী অভিনেতা।কেন বলা হয় ফিশ ভেঙ্কট?আসলে ফিশ ভেঙ্কটের আসল নাম মঙ্গলমপল্লি ভেঙ্কটেশ।তেলেঙ্গানা ভাষায় কথা বলার কারণে তাঁকে ফিশ ভেঙ্কট বলা হয়। তিনি পবন কল্যাণ অভিনীত ‘গব্বর সিং’-এ নজর কাড়েন। এছাড়াও ‘হিপ্পি’, ‘সুপারস্টার কিডন্যাপ’, ‘আদি’-র মতো ছবিতেও কাজ করেছেন। তাঁকে বিখ্যাত অভিনেতা রামি রেড্ডির সঙ্গেও তুলনা করা হয়, কারণ তাঁদের দু’জনেরই মুখের মিল রয়েছে। কমেডি এবং খলনায়ক চরিত্রের জন্য তিনি দক্ষিণী ছবিতে জনপ্রিয় ছিলেন।

উল্লেখ্য,গত কয়েক দিন ফিশ ভেঙ্কটের জন্য খুবই যন্ত্রণাদায়ক ছিল। তাঁকে আইসিইউ-তে ভর্তি করা হয়েছিল এবং তাঁর পরিবারও সাহায্যের জন্য সকলের কাছে আবেদন করেছিল। পরে পরিবারের তরফে জানানো হয়, কিডনি প্রতিস্থাপনের জন্য ৫০ লক্ষ টাকা প্রয়োজন ছিল। সেই টাকা তাদের উঠেও গিয়েছিল। কিন্তু সময় মতো দাতা না পাওয়ার কারণে ১৮ জুলাই তিনি মারা যান।সংবাদ মাধ্যমের সূত্র অনুযায়ী এর আগে ফিশ ভেঙ্কটের মেয়ে দাবি করেছিলেন,প্রভাস তাঁদের সাহায্য করার জন্য ৫০ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। ওয়ান ইন্ডিয়ার সঙ্গে কথোপকথনে অভিনেতার মেয়ে শ্রাবন্তী বলেছিলেন, ‘বাবার অবস্থা মোটেও ভালো নয়। খুবই সঙ্কটজনক এবং তিনি আইসিইউ-তে আছেন। ওঁর কিডনি প্রতিস্থাপনের প্রয়োজন।

এতে কমপক্ষে ৫০ লক্ষ টাকা খরচ হবে। প্রভাসের সহকারী আমাদের ফোন করে আর্থিক সাহায্যের কথা বলেছেন। আমাদের বলা হয়েছে, যখন কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হবে, তখন তাঁকে জানাতে, যাতে খরচের টাকা মেটানো যায়।’পরে ফিশ ভেঙ্কটের পরিবার জানতে পারে যে, এটি পুরোটাই ভুয়ো। প্রভাসের দল তাদের কোনও ফোনই করেনি। সুমন টিভিতে অভিনেতার পরিবার দাবি করে, ‘আসলে, এরকম কিছুই ঘটেনি। আমরা প্রতিটি কল রিসিভ করছি, কেউ আমাদের সাহায্য করতে পারে কিনা, তা দেখার জন্য।

একজন অজ্ঞাত ব্যক্তি প্রভাস আন্নার সহকারী সেজে আমাদের ফোন করেছিলেন। পরে আমরা জানতে পারি যে, এটি একটি ভুয়া কল ছিল। প্রভাস আন্না জানেনও না যে, এরকম কিছু ঘটছে। আমরা এখনও কোনও আর্থিক সাহায্য পাইনি।’


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in