
মেদিনীপুর 17 ই ডিসেম্বর:
গ্রীষ্মকালীন তো বটেই শীতকালীন সময়ও হাসপাতাল এর ব্লাড ব্যাংক গুলিতে রক্তের সংকট অব্যাহত।এই পরিস্থিতিতে এবার নিজেদের ডিউটির পাশাপাশি রক্তদান শিবিরের আয়োজন একটি বেসরকারি নার্সিংহোমের।এদিন মেদিনীপুর শহরে স্পন্দন নার্সিংহোমে রক্তদান শিবিরে পুরুষ মহিলা মিলে রক্ত দিলেন প্রায় 70 জন রক্তদাতা।

মেদিনীপুর জেলা হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালের ব্লাড ব্যাংকগুলিতে শীতকালীন রক্তের সংকট অব্যাহত।এই পরিস্থিতির বিভিন্ন ক্লাব সংঘ সংগঠন এবং রাজনৈতিক দলের নেতা-নেত্রীদের পাশাপাশি রক্তদান শিবিরের আয়োজন মেদিনীপুরের বেসরকারি নার্সিংহোম স্পন্দনের। নিজেদের ডিউটির পাশাপাশি এই দিন দ্বিতীয় বছর এই রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্ত দিলেন এই বেসরকারি নার্সিংহোমে ডিউটিরত প্রায় ৭০ জন রক্তদাতা।এই শিবিরে রক্তদাতাদের উৎসাহ দিতে উপস্থিত হয়েছিলেন জেলা স্বাস্থ্য আধিকারিক সৌম্য শংকর সড়ঙ্গী।এই স্বাস্থ্য আধিকারিকের পাশাপাশি এই শিবিরে উপস্থিত ছিলেন মনোরঞ্জন সামন্ত তরুণ মাইতি,প্রশান্ত সরকার সহ অন্যান্যরা। পুরো শিবিরের তত্ত্বাবধানে দায়িত্বে ছিলেন স্পন্দনের ডাইরেক্টর তথা কর্মকর্তা মনোজ পতি।এদিন পুরুষদের পাশাপাশি বেশির ভাগ মহিলা স্টাফরা রক্তদান করতে স্বেচ্ছায় এগিয়ে এলেন।

এ বিষয়ে কর্মকর্তা মনোজ পতি বলেন,”শীতকালীন রক্তের সংকট বিভিন্ন হাসপাতাল গুলিতে রয়েছে। এই পরিস্থিতিতে আমাদের নার্সিংহোমের যারা স্টাফ রয়েছেন তারাই উদ্যোগ নিয়েছিলেন এই রক্তদান শিবিরের।নিজেদের ডিউটির পাশাপাশি এনারা আজ উপস্থিত হয়েছেন স্বেচ্ছায় রক্ত দিয়ে মুমূর্ষ রোগীর জীবন বাঁচাচ্ছেন।আমাদের মূলত একবার গ্রীষ্মকালে আর একবার শীতকালে এই শিবিরের আয়োজন করা হয়।আমরা চাই মানুষের পাশে থাকতে।