Spider Exoskeleton:AI দিয়ে মাকড়সা রোবোট তৈরি বিজ্ঞানীদের!ব্যবহার করা হবে মাকড়সা এক্সোস্কেলিটন

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

মাকড়সা দেখলেই ভয় করে? বড়সড় একটি মাকড়সা যদি আট পা বেয়ে গায়ে উঠে আসে, তা হলে অনেকেরই আত্মারাম খাঁচাছাড়া হওয়ারই জোগাড় হবে। বাড়ির বাথরুমে যে সব নিরীহ আকারের মাকড়সা জাল বুনে বসবাস করে, তাদের দেখলেই কেমন ভয় ভয় করে। এ বার ধরুন,পেল্লায় আকারের বড়সড় মাকড়সা যদি সামনে দেখেন, তা হলে কী হবে? এমন মাকড়সা দিয়েই কিন্তু ‘সার্জিক্যাল রোবোট’ তৈরি করছেন তেলঙ্গানার বিজ্ঞানীরা।

তেলঙ্গানার ওক্সেন ইউনিভার্সিটির একদল বিজ্ঞানী কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই)সাহায্য নিয়ে মাকড়সা রোবোট তৈরি করছেন।মৃত মাকড়সার বাইরের কাঠামো বা এক্সোস্কেলিটন ব্যবহার করা হবে।তার সঙ্গে থাকবে সিল্ক।আট পায়ে হেঁটে চলে মাকড়সারূপী সেই রোবোট হার্ট, চোখ বা মস্তিষ্কের নিখুঁত অস্ত্রোপচারও করবে।তেলঙ্গানার ওক্সেন ইউনিভার্সিটির একদল বিজ্ঞানী কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্য নিয়ে মাকড়সা রোবোট তৈরি করছেন।এতে মৃত মাকড়সার বাইরের কাঠামো বা এক্সোস্কেলিটন ব্যবহার করা হবে। তার সঙ্গে থাকবে সিল্ক। অর্থাৎ, একেবারে পরিবেশ বান্ধব রোবোট তৈরি হবে। কোনও ভারী ধাতু বা প্লাস্টিকের ব্যবহার হবে না। প্রাণীর শরীর ব্যবহার করেই নতুন রকম সার্জিক্যাল রোবোট তৈরি করেছেন বিজ্ঞানীরা।

গবেষক হেমচন্দ্রন কে জানিয়েছেন, জটিল রোগের চিকিৎসায় রোবোটিক্সের প্রয়োগ বেশি হচ্ছে। কিন্তু সেই সব রোবোটের কাঠামো তৈরি হয় ভারী ধাতু, প্লাস্টিক দিয়ে, যা পরিবেশবান্ধব নয়। তাই এ বার এমন রোবোট তৈরি করা হয়েছে যাতে ধাতুর ব্যবহারই নেই। মৃত মাকড়সার কাঠামো ব্যবহার করে রোবোট তৈরি করা হয়েছে। যান্ত্রিক পদ্ধতিতে সেই রোবোটটিকে চালনা করা হচ্ছে। এর অ্যালগরিদ্‌ম তৈরি হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে। অন্যান্য সার্জিক্যাল রোবোটের মতোই সেটি দিব্যি নড়াচড়া করে অস্ত্রোপচার করতে পারবে। এমনকি বহু দূরে বসেও চিকিৎসকেরা নির্দেশ দিয়ে অস্ত্রোপচার করাতে পারবেন। টেলিসার্জারির সুবিধাও পাওয়া যাবে এটিতে।

ইউরোলজি, শল্য, হৃদ্‌রোগ,গ্যাস্ট্রএন্টেরোলজি, স্ত্রীরোগ,কিডনি এবং হেড অ্যান্ড নেক, স্তন, কোলন-ক্যানসারের জটিল অস্ত্রোপচারে রোবোটিক সার্জারির প্রয়োজনীয়তা ক্রমশ বাড়ছে। কম সময়ে নিখুঁত অস্ত্রোপচারের জন্য এখন রোবোটিক সার্জারিকেই বেছে নেওয়া হচ্ছে। চিকিৎসকেরা জানাচ্ছেন,অস্ত্রো- পচারের সময় এই প্রযুক্তি ব্যবহার করলে তা আগের চেয়ে নির্ভুল হবে।অস্ত্রোপচারের পর রোগীদের সুস্থ হয়ে উঠতে কম সময় লাগবে। অস্ত্রোপচারের সময়ে ভুলত্রুটির আশঙ্কাও কমবে।মাকড়সা-রোবোটটির পরীক্ষা-নিরীক্ষা করে দেখা গিয়েছে, সেটি হার্টের অস্ত্রোপচার করতে সক্ষম।

পাশাপাশি, চোখের যে কোনও রকম সার্জারিও করতে পারবে। কিছু ক্ষেত্রে মস্তিষ্কের অস্ত্রোপচারেও সেটিকে ব্যবহার করা যাবে। ব্রেন টিউমারের অস্ত্রোপচারেও রোবোটটিকে কাজে লাগানো যাবে বলে দাবি করা হয়েছে।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in