নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:
কেউ বলল কবিতা,কেউ গাইলো গান আবার একসাথে একই মঞ্চে নেচে দেখালো কচি খুদে পড়ুয়ারা।এইভাবেই শিক্ষিকা পড়ুয়া নিয়ে উদযাপিত হল ১৬৪ তম প্রতিষ্ঠা দিবস শহরের প্রথিত যশা বিদ্যালয় অলিগঞ্জ ঋষি রাজনারায়ণ বালিকা বিদ্যালয়ের।এই অনুষ্ঠান উপভোগ করলেন বিদ্যালয়ের শিক্ষিকা,পরিচালন সমিতির সভাপতি সহ বিশিষ্ট অতিথিবৃন্দ।
গুটিগুটি পায়ে ১৬৪ বছরে পদার্পণ করল একসময়ের পুরানো এবং প্রথিতযশা বিদ্যালয় অলিগঞ্জ ঋষি রাজনারায়ণ বালিকা বিদ্যালয়।আর এই প্রতিষ্ঠা দিবসে উদযাপিত হল সাড়ম্বরে।এদিন বিদ্যালয়ে এই প্রতিষ্ঠা দিবসে নাচ গান আবৃত্তি এবং বিভিন্ন ব্যক্তিদের সম্বর্ধনার মাধ্যমে এ বিশেষ দিনটি পালন করা হয়।এই অনুষ্ঠানে অংশ নেন এই বিদ্যালয়ের ছাত্রীসহ শিক্ষিকা ও অতিথিরা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের প্রেসিডেন্ট সুব্রত সরকার,প্রধান শিক্ষিকা সুজাতা গোস্বামী স্কুলের সমস্ত শিক্ষিকা সহ ছাত্রীরা।একে একে ছাত্রীরা কবিতা আবৃত্তি পরিবেশন করে।এরই সঙ্গে বড় ক্লাসের ছাত্রীরা নৃত্য গীতের মধ্য দিয়ে সবার মন জয় করে নেয়।প্রসঙ্গত উল্লেখ্য পশ্চিম মেদিনীপুর জেলার যে কয়েকটি পুরনো স্কুল কলেজ রয়েছে তার মধ্যে এক অন্যতম হলো এই অলিগঞ্জ ঋষি রাজনারায়ণ বালিকা বিদ্যালয়।যার ইতিহাস রন্ধ্রে রন্ধ্রে রয়েছে ইতিহাসের পাতায়।
এ বিষয়ে পরিচালন সমিতির সভাপতি সুব্রত সরকার বলেন,”আজকের দিনে ১৮৬১ সালে এই বিদ্যালয়ের প্রতিষ্ঠা করেন ঋষি রাজনারায়ণ বসু। এরপর দীর্ঘ পথ চলা এবং পথ চলার মধ্য দিয়ে এই বিদ্যালয়ের শ্রীবৃদ্ধি ঘটেছে।আজকে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা প্রতিষ্ঠা দিবস উদযাপন করছি।এরই সঙ্গে এই বিদ্যালয়ের আগামী দিনে আরও শ্রীবৃদ্ধি কামনা করছি।