Health Award:স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে জেলা স্বাস্থ্য সম্মান প্রদান!পুরস্কারের তালিকায় সেরা সুস্বাস্থ্য কেন্দ্র,সেরা আশা কর্মী

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

মেদিনীপুরে এলেন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা স্বপন সরেন।গত সোমবার মেদিনীপুরে ‘জেলা স্বাস্থ্য সম্মান’ অনুষ্ঠানের আয়োজন ছিল। উদ্যোগ জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি।এই অনুষ্ঠানে যোগ দেন তিনি।এদিন বিভিন্ন সংস্থা,আশা কর্মী চিকিৎসক কে বিশেষ পুরস্কার ভূষিত করা হয়।

স্বাস্থ্যের ক্ষেত্রে নিজেদের জীবন বিপন্ন করেও এগিয়ে গেছেন বহু আশা কর্মী বহু সংস্থা বহু ডাক্তার এবং নার্স ও চিকিৎসক।এবার তাদের এক রকম সম্মানে ভূষিত করলো জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি।এদিন এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মেদিনীপুর শহরে জেলা পরিষদ হলে এই সম্মানে ভূষিত করা হলো সেইসব কর্তা ব্যক্তি এবং সংস্থাকে।যেখানে উপস্থিত হয়েছেন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা স্বপন সরেন।এইদিন এই অনুষ্ঠানে ছিলেন মন্ত্রী মানস ভুঁইয়া,জেলাশাসক খুরশিদ আলি কাদেরি,জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার,সুজয় হাজরা,দিনেন রায় সহ মেদিনীপুরের বিধায়করা ও বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এই বিষয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্যশঙ্কর সারেঙ্গী বলেন,‘স্বাস্থ্যক্ষেত্রে যাঁরা সারা বছর নিজের জীবন বিপন্ন করে আর্ত মানুষকে পরিষেবা দিয়ে থাকেন, অনুষ্ঠানে তাঁদের সম্মানিত করা হয়েছে।’’সেরা আশাকর্মী যেমন পুরস্কৃত হয়েছেন,তেমন সেরা চিকিৎসকও পুরস্কৃত হয়েছেন।সেরা সুস্বাস্থ্যকেন্দ্র যেমন পুরস্কৃত হয়েছে,তেমন সেরা সুপার স্পেশালিটি হাসপাতালও পুরস্কৃত হয়েছে।রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা স্বপন সরেন বলেন,‘‘মেদিনীপুরে আসাটা একটা আবেগ। জেলার স্বাস্থ্য সম্মানের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। আমি চাই,প্রতি বছর এই স্বাস্থ্য সম্মান দেওয়া হোক।’’ অন্ত:সত্ত্বা নাবালিকার হার কমানোর বার্তা দিয়েছেন তিনি। তাঁর বার্তা,‘আরও গভীরে যেতে হবে।এলাকা ভিত্তিক অনুসন্ধান করতে হবে। অসাধ্য কিছু নেই। চেষ্টা করতে হবে। সবাই মিলে চেষ্টা করতে হবে। তাহলে হারটা কমবে।’’

জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক বলেন, জেলায় এই হারটা এক সময়ে ৩০ শতাংশ ছিল।সেখান থেকে ১৬ শতাংশে নেমে এসেছে এখন।’’ রাজ্যের স্বাস্থ্য অধিকর্তার বার্তা, ‘‘জনস্বাস্থ্যে, জনস্বার্থে স্বার্থ রাখতে নেই। পরিষেবা দিতে গেলে নিজের করে ভাবতে হবে (রোগীকে)।’’ রোগী এবং রোগীর পরিজনের প্রতি মানবিক হতে হবে, বার্তা দেন মন্ত্রী মানস ভুঁইয়া। সুপার স্পেশালিটি হাসপাতালগুলির মধ্যে সেরার সেরা হিসাবে পুরস্কৃত হয়েছেন ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতাল।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in