
নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:
আবারও গ্রীষ্মকালীন রক্তের চাহিদা কিছুটা হলেও মেটাতে এগিয়ে এলো মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। মঙ্গলবার পাঁশকুড়া শিবিরের পর এবার মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল ব্লাড সেন্টারে সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হলো ইন হাউস ব্লাড ডোনেশন ক্যাম্প।

মূলত বিশ্ব স্বাস্থ্য দিবসকে সামনে রেখে আয়োজিত এই শিবিরে ৯ জন মহিলা, ৫ জন প্রথম বারের রক্তদাতা সহ মোট ৩৪ জন রক্তদাতা রক্তদান করেন।রক্তদান করেন প্রধান শিক্ষক অমিতেশ চৌধুরী ও তাঁর কন্যা ঈশানি চৌধুরী,রক্ত দেন শিক্ষিকা সুতপা বসু ও তাঁর পুত্র মিতদ্রু বসু,রক্ত দেন শিক্ষক বিপ্লব পাল ও তাঁর স্ত্রী ঈশিতা হাজরা পাল,রক্ত দেন শিক্ষক শ্যাম মারিক ও তাঁর স্ত্রী রূষা ধর মারিক,শিক্ষিকা বনশ্রী পড়িয়া,শিক্ষিকা দীপান্বিতা ঘোষ, সদস্য ভাস্কর গাঁতাইত,সাগরময় জানা সহ অন্যান্যরা।রক্তদাতাদের উৎসাহিত করতে কুইজ কেন্দ্রের পক্ষে উপস্থিত ছিলেন গৌতম বসু, প্রসূন কুমার পড়িয়া,আল্পনা দেবনাথ বসু, স্নেহাশিস চৌধুরী,অরবিন্দ মাইতি,অরিন্দম দাস,সুদীপ কুমার খাঁড়া।

এছাড়াও ছিলেন মৃত্যুঞ্জয় সামন্ত,শুভ্রাংশু শেখর সামন্ত,সৌনক সাহু,মণিকাঞ্চন রায়,নরসিংহ দাস, মনোরঞ্জন মান্না,মৃনাল চক্রবর্তী, অরুণাংশু শেখর পড়িয়া শুভরাজ আলি খাঁন প্রমুখ।