নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম :
আধার কার্ড ছাড়া পরীক্ষায় বসতে পারবে না কোন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী,এমনই নির্দেশিকা জারি করেছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হাইয়ার সেকেন্ডারি এডুকেশন।এই নির্দেশিকা বিদ্যালয়ে পৌঁছানোর পর পরীক্ষায় না বসতে পারার চিন্তা গ্রাস করে দ্বাদশ শ্রেণীর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর।কারণ তার বাঁ হাতের আঙ্গুলের কিছু অংশ না থাকার কারণে তার জন্ম থেকে আধার কার্ড তৈরি হয়নি।আর মাত্র কয়েকটা মাস বাকি। তারপরেই উচ্চমাধ্যমিক পরীক্ষা।এইটুকু সময়ের মধ্যে কিভাবে হবে আধার কার্ড সেই চিন্তাতেই পড়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ঝুমা পালয় ও তার পরিবার।
গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের পেটবিন্ধী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সোনাকনিয়া গ্রামে ঝুমার বাড়ি। ঝুমা পেটবিন্ধী ডি কে এম স্কুলের ছাত্রী।জন্ম থেকেই বাঁ হাতের আঙ্গুলের কিছু অংশ না থাকায় বহুবার আধার কার্ড করার পরেও তার আধার কার্ড তৈরি হয়নি।যার ফলে আধার কার্ড না থাকায় নানা প্রশাসনিক কাজের ক্ষেত্রে সমস্যায় পড়তে হতো ঝুমাকে।আর উচ্চ মাধ্যমিক শিক্ষা দপ্তরের নির্দেশিকায় তার মাথায় পাহাড় ভেঙে পড়েছিল।কিন্তু গোপীবল্লভপুর দু’নম্বর ব্লকের ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের প্যারালিগাল ভলেন্টিয়ার গীতা দাস দত্ত কে বিষয়টি জানাই ঝুমা। তারপর এই প্যারালিগাল ভলেন্টিয়ার এর সহযোগিতায় ঝুমা ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব তথা বিচারক সুক্তি সরকারের কাছে দ্বারস্থ হন। বিচারকের নির্দেশে সমস্ত প্রশাসনিক বাঁধা কাটিয়ে অবশেষে মঙ্গলবার নিজের আধার কার্ড হাতে পায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ঝুমা পালই।
প্যারালিগাল ভলেন্টিয়ার গীতা দাস দত্ত বলেন,”ঝুমা পালয় নামে এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর আধার কার্ড ছিল না এবং সে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আধার কার্ড ছাড়া বসতে পারত না। এই সমস্যা নিয়ে আমার কাছে আসলে আমি ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের বিচারক তথা সচিবের কাছে আবেদন জানালে ঝুমা পালয় আজ তার আধার কার্ড পেয়েছে”।ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব তথা বিচারক সুক্তি সরকার বলেন,”প্রশাসনিক সমস্যা সমস্যার সমাধান করে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর আধার কার্ড তৈরি করে দেওয়া হয়েছে।আজ সে তার আধার কার্ড হাতে পেয়েছে।তার পরীক্ষা ভালো হোক এই কামনা করি”।
উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ঝুমা পালয় বলেন,”ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের দরুন আমি আমার আধার কার্ড হলো।এবার আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে পারব।