Fair Price Shop:দীর্ঘ দিনের স্বপ্ন পূরণ!80 শতাংশ ছাড় দিয়ে পথ চলা শুরু ঝাড়গ্রাম মেডিকেল কলেজের ন্যায্য মূল্যের ওষুধ দোকান

Share

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম:

দীর্ঘদিনের দাবি দাওয়া ছিল অবশেষে দাবী দাওয়া মেনে জঙ্গলমহল ঝাড় গ্রামে শুরু হল সরকারিভাবে ন্যায্য মূল্যের ওষুধের দোকান।এই ওষুধ দোকান থেকে 80 শতাংশ ছাড়ে ওষুধ পাবে এলাকার জঙ্গলমহলের পিছিয়ে পড়া মানুষজন।আর তাতেই খুশি ঝাড়গ্রামের মানুষজন।এইদিন এই ওষুধ দোকানের উদ্বোধন করেন ঝাড়গ্রামের জেলাশাসক সুনীল আগরওয়াল।

জেলা শাসকের হাত ধরে উদ্বোধন

এবার 80 শতাংশ ছাড়ে ওষুধ পাবে জঙ্গলমহলের মানুষজন।শনিবার সকালে ঝাড়গ্রাম শহরে অবস্থিত ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্বরে ন্যায্য মূল্যের ওষুধ দোকানের উদ্বোধন করলেন ঝাড়গ্রামের জেলাশাসক সুনীল আগরওয়াল। জানা গিয়েছে, এই ন্যায্য মূল্যের ওষুধ দোকান দিবা-রাত্রী 24 ঘন্টা খোলা থাকবে। মোট 142 প্রকারের ওষুধ বর্তমানে পাওয়া যাবে ন্যায্য মূল্যের ওষুধ দোকানে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল সুস্মিতা ভট্টাচার্য, এমএসভিপি অভিরূপ পাখিরা,হাসপাতালের সুপার ইন্দ্রনীল সরকার সহ হাসপাতালে অন্যান্য আধিকারিক ও চিকিৎসকরা।

এই ওষুধ দোকান চালু হওয়ায় খুশি ঝাড়গ্রামের পিছিয়ে পড়া লোধা-শবরসহ জেলার মানুষজন। অনেকেই মনে করছে বহুদিনের ওষুধ কেনার কষ্ট মিটতে চলেছে এই জঙ্গলমহলে।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in