Tiger Arrived: জঙ্গলমহলের পিছু ছাড়ছে না বাঘ! একের পর এক বাঘের পায়ের ছাপ মিলছে ঝাড়গ্রামে

Share

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম:

ঝাড়গ্রাম ,পুরুলিয়া ও ঝাড়খণ্ডের মধ্যে লুকোচুরি খেলছে জিনাতের খোঁজে বাংলায় চলে আসা বাঘ।কখনো তার পায়ের ছাপ পাওয়া যাচ্ছে পুরুলিয়ায়, কখনো আবার ঝাড়খন্ডে, আবার কখনো আবার ঝাড়গ্রামে। গত শুক্রবার সকালে নতুন করে বাঘের পায়ের ছাপ পাওয়া গিয়েছে ঝাড়খন্ড রাজ্য ও পুরুলিয়া জেলা সীমানাবর্তী ঝাড়গ্রাম জেলার একেবারে শেষ প্রান্ত আমলাশোল গ্রামের পরের গ্রাম আমঝর্ণাতে।

আবার নতুন করে বাঘের পায়ের ছাপ দেখা মেলায় সকাল থেকে এক আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় বেলপাহাড়ির থানার অন্তর্গত পাহাড় জঙ্গলে ঘেরা বিস্তীর্ণ এলাকায়।এই বিষয়টি সামনে আসার পরেই ঘটনাস্থলে পৌঁছায় ঝাড়গ্রাম বন বিভাগের অন্তর্গত ভুলাভেদা রেঞ্জের কাঁকড়াঝোড় বিটের কর্মীরা এবং মাইকিং এর মাধ্যমে এলাকার মানুষজনকে সতর্ক করতে দেখা যায়। বনদপ্তরের কর্মীরা মাইকে এনাউন্স করে বলেন,”একটি বিশেষ সতর্কবার্তা।জঙ্গল লাগোয়া গ্রামগুলো সাবধানে থাকবেন। একটি বাঘের পায়ের ছাপ পাওয়া গিয়েছে জঙ্গলে।তাই আপনারা সতর্ক থাকুন এবং পাশের লোকজনকে সতর্ক করে দিন।অযথা কেউ জঙ্গলে যাবেন না”।

কাঁকড়াঝোড় গ্রামের স্থানীয় বাসিন্দা একটি হোমস্টের কর্ণধার মধুসূদন মাহাতো বলেন,”আজকের সকালে বনদপ্তরের লোকজন মাইকিং করছিল তখনই শুনলাম যে নতুন করে আবার বাঘের পায়ের ছাপ পাওয়া গিয়েছে। সকলকে সাবধানে থাকার জন্য বলেছে। তারপরে বিভিন্ন What’s App গ্রুপে বাঘের পায়ের ছাপ গুলি দেখলাম”।জানা গিয়েছে, ১৩ ই জানুয়ারি রবিবার সকালে বেলপাহাড়ি থানার অন্তর্গত বাঁশপাহাড়ি গ্রাম পঞ্চায়েতের মনিয়ার্ডি ও চিটামাটি গ্রামের মধ্যবর্তী জঙ্গলের রাস্তায় বাঘের পায়ের ছাপ দেখতে পাওয়া গিয়েছিল।সারাদিন পরীক্ষা-নিরীক্ষার পর বনদপ্তর সন্ধ্যায় নিশ্চিত করে এটি পুরুষ বাঘের পায়ের ছাপ।

বাঘটি ঝাড়খন্ড থেকে ঢুকে পড়েছিল এই এলাকায়।পরে বাঘটি পুরুলিয়া চলে যায় এবং পুরুলিয়া ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ে তার ছবি।পরে আর বাঘের কোন হদিস পাওয়া যায়নি।বনদপ্তর নিশ্চিত হয়েছিল বাঘটি ঝাড়খন্ডে পাড়ি দিয়েছে।কিন্তু ফের নতুন করে বাঘের পায়ের ছাপ পাওয়া গেল ঝাড়গ্রাম জেলার ঝাড়খন্ড, পুরুলিয়া বর্ডার সংলগ্ন আমঝর্ণা গ্রামে। ঝাড়গ্রাম বন বিভাগের ডিএফও উমর ইমামের সঙ্গে এই বিষয় যোগাযোগ করা হলে যোগাযোগ করা সম্ভব হয়নি।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in