Baby Elephant: মা হাতির বুদ্ধিমত্তায় ড্রেন থেকে শিশু হাতি উদ্ধার!শুঁড়ের সাহায্যে উদ্ধার করে দলবল নিয়ে জঙ্গলে ফিরলো মা হাতি

Share

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম:

শক্তির প্রদর্শন নই।নিজেদের বুদ্ধিমত্তার সাহায্যে ড্রেনে পড়ে যাওয়া হস্তী শাবককে উদ্ধার করল মা সহ তিনটি হাতি।এই উদ্ধারের ঘটনায় সাক্ষী থাকল এলাকার মানুষজন।হাতির দল সেই প্রসঙ্গে রেঞ্জ অফিসার বলেন,”হাতির হানায় যদি কোন চাষীর ফসলের ক্ষতি হয়ে থাকে তাহলে আমাদের অফিসে আবেদন করলেই ক্ষতিপূরণ পেয়ে যাবে”।

মূলত বুধবার সকালে ২৫ টি হাতির একটি দল রাস্তা পারাপার করে জঙ্গলে ফিরছিল।সব হাতিগুলি রাস্তা পেরিয়ে গেলেও রাস্তার পাশে থাকা আড়াই থেকে তিন ফুটের একটি কংক্রিটের ড্রেনে ঢুকে যায় একটি হস্তী শাবক।হস্তী শাবককে উদ্ধার করার চেষ্টা করে মা হাতি।ততক্ষণে অন্য হাতি গুলি জঙ্গলের দিকে রওনা দেয়। মা হাতিকে সাহায্য করতে এগিয়ে আসে আরেকটি হাতি।ইতিমধ্যেই বিষয়টি বনদপ্তরের নজরে আসতেই হস্তী শাবককে ড্রেন থেকে উদ্ধার করার জন্য রেডি করে হচ্ছিল জেসিপি।তারপরেই দেখা যায় জঙ্গল থেকে ফিরে আসে আরেকটি বড় হাতি।তিনজনে মিলে শুঁড়ের সাহায্যে প্রায় ১০ থেকে ১৫ মিনিটের চেষ্টায় ড্রেন থেকে উদ্ধার করে হস্তী শাবককে। তারপরেই দলের সঙ্গে হস্তী শাবকটি চলে যায় জঙ্গলে।জানা গিয়েছে,লালগড় রেঞ্জের ঝিটকার জঙ্গলে প্রায় ৭ দিন ধরে ৭০টি হাতির একটি দল রয়েছে।

দলটি দুটো ভাগে ভাগ হয়ে পড়েছে।একটি দলে রয়েছে ২৫টি হাতি আরেকটি দলে রয়েছে বাকি হাতি গুলি।মঙ্গলবার রাত্রি ১২টার সময় ২৫টি হাতি জঙ্গল থেকে বেরিয়ে খাবারের সন্ধানে হানা দেয় নেতাই গ্রামের দিকে। কংসাবতী নদীর তীরে নেতাই, ডাইনটিকরী, কাঞ্চনডাঙ্গা, ভুলাডাঙ্গা,তাঁতিশোল,সিজুয়া সহ বিভিন্ন এলাকায় ব্যাপক পরিমাণে ফুলকপি,বাঁধাকপি ও আলুর চাষ হয়।ফসলের জমিতে সারারাত ধরে ফসল খাবার পরে ভোরের আলো ফুটতেই সকাল বেলায় জঙ্গলে ফিরছিল হাতির দলটি। তখনই রাস্তা পারাপারের সময় ড্রেনে পড়ে যায় শাবকটি। লালগড় রেঞ্জের রেঞ্জ অফিসার লক্ষীকান্ত মাহাতো বলেন,” ঝিটকার জঙ্গল থেকে বেরিয়ে ২৫ টি হাতির একটি দল নেতাইর দিকে চলে গিয়েছিল।সকালে তারা জঙ্গলের দিকে ফিরছিল।

সেই সময় একটি বাচ্চা হাতি রাস্তা পারাপারের সময় রাস্তার পাশে থাকা ড্রেনে পড়ে যায়। মা হাতি চেষ্টা করছিল উদ্ধারের জন্য। কিন্তু পারছিল না। তখন আমরা উদ্ধারের জন্য জেসিবি রেডি করছিলাম।তারপরেই দেখি জঙ্গল থেকে আরো দুটি হাতি এসে বাচ্চাটিকে ড্রেন থেকে সুন্দরভাবে শুঁড়ের সাহায্যে উদ্ধার করে এবং তারা জঙ্গলে চলে যায়।এখন হাতির দলটি কামরাঙ্গীর জঙ্গলে রয়েছে।হাতির গতিবিধির উপর প্রতিনিয়ত নজর রাখা হচ্ছে”।

মঙ্গলবার রাত থেকে বুধবার ভোররাত পর্যন্ত নিতাই সহ বিস্তীর্ণ এলাকায় ফসলের ব্যাপক ক্ষতি করছে হাতির দল সেই প্রসঙ্গে রেঞ্জ অফিসার বলেন,”হাতির হানায় যদি কোন চাষীর ফসলের ক্ষতি হয়ে থাকে তাহলে আমাদের অফিসে আবেদন করলেই ক্ষতিপূরণ পেয়ে যাবে”।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in