নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম:
মেদিনীপুর থেকে মায়ের জন্য ওষুধ কিনে বাড়ি ফেরার পথে লালগড়ের ঝিটকার জঙ্গলে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল ১ যুবকের।মৃত যুবকের নাম মিঠুন টুডু (৩১)।বাড়ি লালগড় থানার অন্তর্গত গুরাইপাড়ায়।এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
মেদিনীপুর থেকে মায়ের জন্য ওষুধ কিনতে গিয়ে ফিরল না মিঠুন।ওষুধ কিনে বাড়ি ফেরার পথে লালগড়ের ঝিটকার জঙ্গলে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল যুবকের।বুধবার দুপুরে দেহ ময়নাতদন্ত হয় ঝাড়গ্রাম জেলা পুলিশ মর্গে।পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে মেদিনীপুর থেকে ওষুধ কিনে বাইকে করে বাড়ি ফেরার পথে লালগড় থানার অন্তর্গত ঝিটকার জঙ্গলে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে ওই যুবক।লালগড় থানার পুলিশ উদ্ধার করে লালগড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
যদিও এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।