Jhargram Insident: ভয়ঙ্কর বজ্রপাতে স্বামী-স্ত্রী সহ 4 জনের মৃত্যু হল ঝাড়গ্রামে!আহত দুজন এলাকায় শোকের ছায়া

Share

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম:

ভয়ংকর বজ্রপাতে জঙ্গলমহল অধ্যুষিত ঝাড়গ্রামে মৃত্যু হল একসঙ্গে চারজনের,আহত হল দুজন যা নিয়ে এলাকায় শোকের ছায়া। ঘটনাচক্রে জানা যায় চাষের কাজ করার সময় হঠাৎ এই বজ্রপাত ঘটে।যার যার জেরে ছিটকে যায় স্বামী স্ত্রী।পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করে। অন্যদিকে মাছ ধরতে গিয়েও আরো দুজনের মৃত্যু ঘটেছে ঝাড়গ্রাম এলাকায়।

টানা বৃষ্টি এবং বজ্রপাতে স্বামী-স্ত্রী সহ ৪ জনের মৃত্যু হল ঝাড়গ্রামে।এই ঘটনায় জখম আর দু’জন।প্রসঙ্গত সোমবার দুপুরে হঠাৎ করে ঝাড়গ্রাম জেলা জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়।লালগড় থানার অন্তর্গত বেলাটিকরী গ্রাম পঞ্চায়েতের শুটপিপুল গ্রামে জমিতে চাষের কাজ করছিলেন স্বামী-স্ত্রী সহ আর বেশ কয়েকজন।সেই সময় সেখানে বাজ পড়ে। ঘটনায় মৃত্যু হয় লাল্টু পূজারী (৩৬) এবং তার স্ত্রী কাজল (৩২) পূজারীর।এছাড়াও অশোক সর্দার নামের একজন আহত হয়।তাদের উদ্ধার করে লালগড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।সেখানে লাল্টু ও কাজলকে মৃত ঘোষণা করে চিকিৎসক। এছাড়াও, লালগড় থানার অন্তর্গত গোয়ালডাঙ্গা এলাকায় পিন্টু শিকারি নামের এক ব্যক্তিও বজ্রপাতের কারণে জখম হয়।জানা গিয়েছে,আহত দু’জন রয়েছেন ঝাড়গ্রাম গভমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।অপরদিকে এদিন দুপুরে বেলিয়াবেড়া থানার অন্তর্গত পৃথক দু’টি ঘটনায় বাজ পড়ে দু’জনের মৃত্যু হয়। জানা গিয়েছে লাউপাড়া গ্রামে কৃষি জমি থেকে বাড়ি ফেরার সময় মিহির মহাপাত্র (৪০) নামের একজনের বজ্রপাতের কারণে মৃত্যু হয়েছে।এছাড়াও চন্ডিয়াস গ্রামে খালে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয় প্রফুল্ল মান্না (৪৯) নামের এক ব্যক্তির।

পরে স্থানীয় মানুষজন তাদেরকে উদ্ধার করে তপসিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in