নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম:
গোটা রাজ্যজুড়ে ন্যায্য মূল্যের ওষুধ দোকান সচল রয়েছে,নেই শুধু জঙ্গলমহল ঝাড়্গ্রামে।এবার এই ন্যায্য মূল্যের ওষুধ দোকান খোলার দাবিতে এমএস ভিপিকে ডেপুটেশন দিল জেএসএম। তারা দাবি করেন এই ওষুধ দোকানটি পুনরায় চালু হলে উপকৃত হবে এই জঙ্গলমহলের আট থেকে আশির মানুষজন।
ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্বরে থাকা ন্যায্যমূল্যের ওষুধ দোকানটি কোন এক অজ্ঞাত কারণে বন্ধ হয়ে যায়।ফলে সমস্যায় পড়তে হচ্ছে নিম্ন আয়ের সাধারণ মানুষ জনকে।বৃহস্পতিবার দুপুরে জঙ্গলমহল স্বরাজ মোর্চার পক্ষ থেকে ন্যায্য মূল্যের ওষুধ দোকানটি পুনরায় চালু করার দাবিতে ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এমএসভিপিকে ডেপুটেশন প্রদান করা হয়।
রাজ্য সরকারের ন্যায্য মূল্যের ওষুধ দোকানটি পুনরায় চালু হলে উপকৃত হবেন জঙ্গলমহলের নিম্ন আয়ের সাধারণ মানুষজন বলে দাবি তাদের।