Kespur Incident: কেশপুরে বিজেপির পতাকা ছেঁড়া ও কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে!থানায় অভিযোগ দায়ের বিজেপির

Share

নিজস্ব প্রতিনিধি,কেশপুর:

লোকসভার ভোট যতই এগিয়ে আসছি রাজনৈতিক পারদ ততই চলছে রাজ্যজুড়ে।এবার ভোটের প্রচারে বিজেপির পতাকা ছেঁড়ার অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে!পাশাপাশি বিজেপির বুথ সভাপতি অংকন নিয়োগী কে মারধরের অভিযোগও উঠেছে স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে।

ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কেশপুর ব্লকের ২ নম্বর অঞ্চলের গোপীনাথপুর এলাকায়। এই ঘটনায় মঙ্গলবার রাত্রি ৯ টা নাগাদ বিজেপির ঘাটাল সংগঠনিক জেলার সভাপতি তন্ময় দাস আনন্দপুর থানায় আহত বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে যান অভিযোগ দায়ের করতে।এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি অভিযোগ করে বলেন,”দেব বলেছিল কেশপুরে সৌজন্যে রাজনীতি করতে।তাহলে দেবের কথা কি এখন আর শুনছে না তৃণমূল কংগ্রেস নেতৃত্ব?তিনি ক্ষোভ উগরে দিয়ে বলেন তৃণমূল কংগ্রেস আবারো মারধরের রাজনীতি শুরু করেছে,শেষটা কিন্তু খুব খারাপ হবে।যদিও অপরদিকে এই ঘটনায় শাসকদলের পক্ষ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Share

dnews.in