Natta Karmosala: ভাদুতলা হাইস্কুলের 5 দিনের নাট্য কর্মশালা!ব্যবস্থাপনায় ষড়ভুজ

Share

নিজস্ব প্রতিনিধি,শালবনি:

শালবনী ব্লকে বিবেকানন্দ হাইস্কুলে অনুষ্ঠিত হলো পাঁচদিনের নাট কর্মশালা।সাংস্কৃতিক সংগঠন ষড়ভুজের ব্যবস্থাপনায় এই নাট্য কর্মশালাতে ৩০ জন ছাত্রছাত্রী অংশ নিয়েছিল।অধ্যাপক ড. তরুণ প্রধান এর নির্দেশনায় এবং অমিত দেবনাথ ও তন্ময় নাথের সহ নির্দেশনায় এই কর্মশালায় ছাত্রছাত্রীরা নাটকের বিভিন্ন দিক,তার প্রয়োজনীয়তা,তার গুরুত্ব এবং সমাজ জীবনে বিভিন্ন দিককে সম্যক রূপে উপলব্ধি করাকে এই নাট্য কর্মশালার মূল বিষয় হিসেবে গণ্য করা হয়।

এইদিন বিদ্যালয়ের রবীন্দ্র মঞ্চে সমস্ত দিনের কর্মশালা শেষে রবীন্দ্রনাথ ঠাকুরের দেনা পাওনা’র কাহিনী অবলম্বন করে একটি নাটক মঞ্চস্থ হয়। এই কর্মশালার শেষে শিক্ষার্থীরা হাতে হাতে সার্টিফিকেট তুলে দেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ নির্দেশক এবং সহ নির্দেশকরা।নাটক শেষে ছেলেমেয়েদের কান্না এবং অভিব্যক্তি প্রমাণ করছিল যে এই কর্মশালায় কতখানি তারা সম্পৃক্ত হয়েছিল।আগামী দিনে এরকম নাট্য কর্মশালা করবার এবং বেশ কিছু দক্ষ ছাত্র ছাত্রী কে নিয়ে বিশেষ ভাবনার কথা ষড়ভুজের কর্তৃপক্ষের তরফে ঘোষণা করা হয়।বিদ্যালয়ের তরফে কর্মশালার মূল দায়িত্বে ছিলেন বিদ্যালয়ের শিক্ষিকা রুমা ঘোষ।পাঁচ দিনের কর্মশালা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদও কৃতজ্ঞতা জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড.অমিতেশ চৌধুরী।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in