Old man dead body recovery: ধান জমিতে জল দিতে গিয়ে বাড়ি ফিরলো না বৃদ্ধ!জমি সংলগ্ন গাছে গলায় দড়ি দেওয়া ঝুলন্ত দেহ উদ্ধার তদন্তে পুলিশ

Share

নিজস্ব প্রতিনিধি,বিনপুর :

ধান জমিতে গলায় দড়ি দেওয়া এক বৃদ্ধের ঝুলন্ত দেহ ঘিরে চাঞ্চল্য বিনপুরে।পরিবার সূত্রে জানা গিয়েছে,বৃহস্পতিবার রাত্রে ধান জমিতে মেশিন চালিয়ে জল দেওয়ার জন্য গিয়েছিলেন বৃদ্ধ। পরে ভোরে পরিবারের সদস্যরা জানতে পারেন জমির পাশে একটি গাছে ঝুলন্ত অবস্থায় রয়েছে তার দেহ।দেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেয় পুলিশ।

ধান জমিতে রাত জেগে জল দেওয়ার জন্য গিয়েছিলেন বৃদ্ধ।সকালে পরিবারের সদস্যরা জানতে পারেন ধান জমি সংলগ্ন একটি গাছে গলায় দড়ি নিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে বৃদ্ধের দেহ।যার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায়।ঘটনাটি শুক্রবার সকালে বিনপুর থানার অন্তর্গত আসনবনি গ্রামের ঘটনা।মৃত বৃদ্ধের নাম লক্ষীকান্ত মাহাতো,বয়স ৬৭ বছর।পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত্রে বেলায় ধান জমিতে মেশিন চালিয়ে জল দেওয়ার জন্য গিয়েছিলেন বৃদ্ধ।সারারাত তিনি বাড়ি ফিরেননি।পরে আজ ভোরে পরিবারের সদস্যরা জানতে পারেন জমির পাশে একটি গাছে ঝুলন্ত অবস্থায় রয়েছে তার দেহ।বিষয়টি জানানো হয় বিনপুর থানায়।ঘটনাস্থলে পৌঁছায় বিনপুর থানার পুলিশ এবং দেহ উদ্ধার করে নিয়ে যায় শিলদা হাসপাতালে।শিলদা হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধ কে মৃত ঘোষণা করেন।শুক্রবার দুপুরে ঝাড়গ্রাম জেলা পুলিশ মর্গে দেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

মৃত বৃদ্ধের জামাই মন্টুরাম মাহাতো বলেন,”শরীর অসুস্থতার কারণে বেশ কয়েকদিন ধরে তিনি মানসিক সমস্যায় ছিলেন।গতকাল রাতে জমিতে জল দেওয়ার জন্য গিয়েছিল।সারা রাত বাড়ি ফিরে আসেনি।আমরা সকলেই ভেবেছিলাম তিনি হয়তো চাষের কাজেই ব্যস্ত রয়েছেন।পরে আজ সকালে দেখি জমির পাশে একটি গাছে গলায় দড়ি নিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে শ্বশুরমশায়ের দেহ।বিষয়টি পুলিশকে জানালে পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়।


Share

dnews.in