OTT র যুগে অবলুপ্তি একসময়ের রমরমা থিয়েটার!দিন পরিবর্তনের আশায় থিয়েটার কলাকুশলীরা

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :

সালটা হবে ১৯৭০-৮০ এর দশক।সেই সময় এমনভাবে অ্যান্ড্রয়েড এর যুগ আসেনিআসেনি বড় স্ক্রিন মোবাইলের যুগ।না ছিল বড় এলইডি না ছিল বড় টিভি বরং ছিল মানুষের সঙ্গে মানুষের যোগাযোগের মাধ্যম বেতার এবং থিয়েটার।এই থিয়েটার সেই সময় মানুষের কাছে ছিল বিনোদনের একমাত্র মাধ্যম। এই থিয়েটারের সঙ্গে মেদিনীপুরের গ্রাম-গঞ্জে পাড়াগাঁয়ে অনুষ্ঠিত হতো যাত্রাপালা,নাটক,কবিগান,বাউল।

সাইড থেকে ডায়লগ বলা এবং সেই ডায়লগ আওড়ে হেসে কেঁদে মানুষের মনোরঞ্জনের একমাত্র মাধ্যম হয়ে উঠেছিল এই থিয়েটার।বর্তমানে ফাইভ-জিতে অভ্যস্ত হতে চলেছে এই জনজীবন।একসময় বড় বড় স্ক্রিনের আজ অবলুপ্তি ঘটেছে।চলে এসেছে হাতের মুঠোয় ছোট স্ক্রিন এবং এরই সঙ্গে সিনেমা।বড় সিনেমার অবলুপ্তি ঘটিয়ে ওটিটি প্লাটফর্মে মুক্তি পাচ্ছে ছোট ও স্বল্প দৈর্ঘ্যের সিনেমা এবং ওয়েব সিরিজ। ফলে হারিয়েছে থিয়েটার হারিয়েছে থিয়েটারের কলাকৌশলীরা।

এই বিষয়ে থিয়েটার নাট্যকার সুরজিৎ সেন,বিশ্বজিৎ কুন্ডুরা বলেন আমরা হতাশাবাদী নই আমি বরং আশাবাদী।বর্তমানে অ্যান্ড্রয়েড এবং ফার্স্ট লাইফের যুগে মানুষ ক্লান্ত হয়ে উঠেছে।তাই মানুষ আবার থিয়েটার মুখো হবে বলে আমরা মনে করি।


Share

dnews.in