ঢড়রাশোল 4 ই এপ্রিল :
ফের নতুন কীর্তি রামলালের।এবার পায়ে পায়ে ফুটবল খেলায় মগ্ন হল এই জংলি হাতি।আর সেই খেলা দেখে দর্শকরা ফেটে পড়লো।কেউ দিলো সিটি,কেউ মারলেন হুইসেল,কেউ কেউবা ভিডিও তুলে পোস্ট করলেন সোশ্যাল মাধ্যমে।
রামলালের কীর্তি জঙ্গলমহল জুড়ে।মাঝে মাঝে সেই ছবি ফুটে ওঠে সোশাল মাধ্যম এবং সংবাদমাধ্যমে।এবার এক প্রস্থ ফুটবল খেললো রামলাল তাও আবার মাঠে।তবে শেষ পর্যন্ত ফুটবল খেলতে খেলতে ফুটবল টি ফেটে যাওয়ায় আবার নতুন ফুটবলে মগ্ন হলো রামলাল। এরকমই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার গুড়গুড়ি পাল থানার অন্তর্গত ঢড়রাশোল এলাকায়।ঘটনা ক্রমে জানা যায় এদিন সকাল সকাল ঢড়রাশোলে ফিরে আসে রাম লাল।সে সময়ে এখানে ফুটবল খেলছিল কিছু গ্রামের যুবক।এই সময় রামলাল প্রবেশ করায় সবাই মাঠ ছেড়ে দৌড় পালায়।কিন্তু মাঠের মধ্যে ফুটবল পড়ে রয়ে যায়। সেই ফুটবল পায়ে পায়ে গড়িয়ে রামলালের পায়ের কাছে চলে যাওয়ায় রামলাল সবকিছু ফেলে দিয়ে সেই ফুটবল নিয়ে রীতিমতো খেলতে শুরু করে।খেলতে খেলতে কখনো রাস্তায়,কখনোবা মাঠে মগ্ন হয়ে পড়ে এই জংলি হাতি তবে ফুটবল খেলার দরুন একটি ফুটবল হঠাৎ ফেটে যায় আর তাতে কিছুটা মুষড়ে পরে এই জঙ্গলের প্রিয় হাতি রামলাল।
কিন্তু খেলোয়াড়রা তাকে আবার একটা ফুটবল গড়িয়ে দিলে রামলাল পুনরায় আগের ফর্মে ফিরে যায় এবং পায়ে পায়ে খেলতে শুরু করে সেই ফুটবল। আর সেই খেলা দেখে জড়ো হয় স্থানীয় গ্রামের মানুষজন,তারাও খেলা উপভোগ করে। হাতির খেলা দেখে অনেকেই ভিডিও ছবি তুলতে শুরু করেন আর সেই ছবি সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে দেন।
প্রসঙ্গত উল্লেখ্য রামলাল হল এই পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম সহ জঙ্গলমহলের একটি জংলী হাতি।রামলালের কীর্তি আগেও প্রকাশ পেয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। কখনো হাইরোডের ধারে দাঁড়িয়ে গাড়ি থেকে শাকসবজির তোলা আদায় করা,তো কখনো নিজের মনে পুকুরে স্নান করা।আবার মাঝে মাঝে রামলাল গ্রামে ঢুকে কলা গাছের কলা খাওয়া।এটা তার নিত্য নৈমিত্তিক ঘটনা।তবে রামলাল কখনো কাউকে আক্রমণ করেনি।তাই এই পশ্চিম মেদিনীপুরের মানুষ রামলাল কে সেই পরিমাণ ভালোবাসে।তবে রামলাল কোনদিনই বর্ডার মানেনি।কখনো পশ্চিম মেদিনীপুর ছেড়ে ঝাড়গ্রামে কখনো বা ঝাড়গ্রাম থেকে পশ্চিম মেদিনীপুরে তার অবাধ যাতায়াত রয়েছে।আর তাকে নিয়ে রীতিমতো ছবি তুলে ভিডিও পোস্ট করে মেতে উঠে স্থানীয়রা।