Poter Jagadhatri : দুর্গার পর পটের জগদ্ধাত্রী প্রতিমা! 8 ফুট বাই 6 ফুট মেড়ের মধ্যেই ঠাঁই নিচ্ছে দেবী জগদ্ধাত্রী

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :

দুর্গার পর এবার কাগজের ঠাকুর!হ্যাঁ এরকম অকল্পনীয় বাস্তবে রূপদান করলেন মেদিনীপুরের শিল্পী সুজিত কুমার দাস।তিনি ৮ ফুট বাই ৬ ফুট মেড়ের মধ্যেই গড়ে তুলেছেন তার জগদ্ধাত্রী প্রতিমা। মূলত এই প্রতিমা শোভা পাবে মির্জা বাজার চক্রবর্তী বাড়িতে।

শিল্পী সুজিত দাস

তার কথামতো এই প্রতিমা করতে তার সময় লেগেছে প্রায় পাঁচ দিন। প্রথমে ৮ ফুট বাই ছয় ফুটের কাগজের মেড়ের উপর তৈরি করা হয়েছে জগধাত্রী দেবীকে।এরপর ডাকের গহনা তিনি এই জগধাত্রীর মায়ের রূপ দিয়েছেন।এই জগধাত্রী প্রতিমা তার এ বছর নতুন। মূলত সুজিতবাবু পটের দুর্গা করে থাকেন প্রতিবছর এবং সেই দুর্গা নজর কাড়ে জেলার মানুষের মধ্যে।এবছর চক্রবর্তী বাড়িতে অর্ডার পেয়েছিলেন মাটি বা সিমেন্টের নয় কাগজের প্রতিমার। তাই অল্প কয়েক দিনের মধ্যেই রাত দিন এক করে তিনি গড়ে তুলেছেন এই প্রতিমা।যদিও প্রতিমায় সমস্ত গহনা সাজিয়ে প্রতিমা দাঁড়াবে ১২ ফুট বাই দশ ফুট।এখন সেই প্রতিমা শেষ প্রস্তুতির কাজ চলছে এরপরই নির্দিষ্ট নির্ধারিত সময় অনুসারে প্রতিমা পৌঁছে যাবে মীর্জাবাজার চক্রবর্তী বাড়িতে।এরপর জাঁকজমক সহকারে পুজো হবে মা জগধাত্রীর।

এ বিষয়ে শিল্পী সুজিত কুমার দাস বলেন দীর্ঘদিন এই অংকনের কাজ করে আসছি।প্রতিবছরই কাগজের বা পটের দুর্গার অর্ডার পেতাম এই চক্রবর্তী বাড়ি থেকে। বছরে একটি প্রতিমা গড়তাম।এবছর এই চক্রবর্তী পরিবারে জগধাত্রী পূজা শুরু হয় এবং বামুন ঠাকুর নির্দেশ দিয়েছেন মাটি বা সিমেন্টের মূর্তি নয় কাগজের বা পটের প্রতিমা করতে হবে।সেই নির্দেশ মতো চট জলদি কাজ শুরু করে লেগেছে প্রায় পাঁচ দিন।


Share

dnews.in