Press Meet:SOSONA র হাত ধরে সমাজের মূল স্রোতে মাদকাসক্তরা!বাকিদেরও আহ্বান

Share

নিজস্ব প্রতিনিধি,খড়গপুর:

Society of service of naracotic anonymous (sosona) র হাত ধরে গোটা দেশে মুক্ত হচ্ছে মাদকাসক্ত ব্যক্তিরা,ফিরছে তারা সমাজের মূল স্রোতে।এই নিয়ে একটি সাংবাদিক বৈঠক ও কর্মশালা অনুষ্ঠিত হল মেদিনীপুর জেলার খড়গপুর শহরের একটি হোটেলে।মূলত এই হোটেলে এই মাদকাসক্ত ব্যাক্তিদের নিয়েই এই কর্মসূচি নেওয়া হয়।

যেখানে উপস্থিত হয়েছিল সোসাইটির সকল সদস্য সদস্যা সহ কর্মীবৃন্দ এবং এই সোসাইটিতে এসে নিজেদের সমাজের মূল স্রোতে ফিরে আনা মাদকাসক্ত সেই মানুষজন।জায়েন্ট স্ক্রিনে তথ্যর মাধ্যমে এবং ডেটাবেসের উল্লেখ করে যাবতীয় তথ্য তুলে ধরেন সোসাইটির সদস্যরা।যদিও তারা আশার বাণী শোনান যে সম্প্রতি এই মাদকাসক্ত ব্যক্তিরা সমাজের মূল স্রোতে ফিরিয়ে আসার প্রবণতা বাড়ছে এই জেলা এবং রাজ্য এবং দেশে।এইদিন এই সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়েছিল অরিগ্ন,রিকু,প্রীত,সৌগত,বিনয়,তুষার সহ অন্যান্যরা।প্রসঙ্গত উল্লেখ্য গত ২০০৬ সাল থেকে শুরু পথ চলা শুরু হয় এর সোসাইটির।এই সোসাইটি গোটা দেশ,বিশ্ব এবং রাজ্যের সঙ্গে জেলায় জেলায় কাজ করে চলছে।প্রতি ছয় মাস অন্তর একটি করে কর্মশালা এবং সাংবাদিক বৈঠক করে তারা বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্তে।মেদিনীপুরেও তারা ছ মাস অন্তর একটি করে বৈঠক সারেন।

তাদের দেওয়া তথ্য অনুযায়ী প্রতি মাসে বিভিন্ন সোশ্যাল মাধ্যম বিশেষ করে ইমেইল,ইনস্টাগ্রাম, ফেসবুক সহ এসব সোশ্যাল মাধ্যমে প্রায় মাসে ২৫০ জন করে নেশা আসক্ত মানুষজন তাদের সংস্থায় আসার জন্য আবেদন করেছেন এবং সমাজে ফিরে এসে নিজের বদলে ফেলেছেন।এদিন সংবাদ মাধ্যমের কাছেও তারা এই সংস্থায় ফিরে আসার জন্য বাকিদের আহ্বান জানান।


Share

dnews.in