নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :
গত জুন মাসে মেদিনীপুর শহরের ৯ নম্বর ওয়ার্ডের পঞ্চুরচক থেকে রাজাবাজার হয়ে কর্নেলগোলা পর্যন্ত যে রাস্তা তৈরি হয়েছিল তা মাত্র দেড় মাসে বেহাল অবস্থায় পরিণত হয়েছিল। খানাখন্দে ভরে যায় নবনির্মিত সেই রাস্তাটি।পথচারীরা ক্ষোভ প্রকাশ করেছিলেন কাউন্সিলর এর কাজে। অবশেষে রাস্তা তৈরিতে নামলেন কাউন্সিলর বিপ্লব বসু।
সম্প্রতি মাস খানেক আগে এই কর্নেল গোলা রাজাবাজার যাওয়ার রাস্তার পিচ উঠে যাবার খবর দেখানো হয়েছিল সংবাদমাধ্যমে।মাত্র দেড় মাসের তৈরি রাস্তা ধুয়ে মুছে একাকার জানিয়ে ক্ষোভ জানিয়েছিল স্থানীয়রা।তৎকালীন সময়ে এই অভিযোগ কাউন্সিলার কে জানানো হলে তিনি আশ্বাস দেন খুব দ্রুত এই এবড়ো খেবড়ো এবং পিচ উঠে যাওয়া রাস্তা মেরামত করে দেওয়ার।তার কথা তিনি রাখলেন রাস্তা তৈরিতে নামলেন ৯ নং ওয়ার্ড কাউন্সিলর বিপ্লব বসু ওরফে সৌরভ বসু।
তিনি নিজে দাঁড়িয়ে এই রাস্তা মেরামতের কাজের তদারকি করেন এবং বলেন মানুষের জন্যই তার এই পদে আসা। মানুষের উন্নয়ন করার ওয়ার্ড এর উন্নয়ন করার জন্যই তিনি এসেছেন যদি তিনি উন্নয়ন করতে না পারেন মানুষের সমস্যা সমাধান করতে না পারেন তবে তিনি অবশ্যই পদ থেকে সরে যাবেন। এও তিনি জানান ভোট পেয়েছি ওয়ার্ডের মানুষদের পরিষেবা প্রদানের জন্য,যদি পরিষেবা দিতে না পারি তাহলে কাউন্সিলর পদ থেকে ইস্তফা দিয়ে দেব।