Sashi Panja Comments:”অমিত শাহ যদি কাপুরুষ না হয় তাহলে আগে ক্ষমা চাক বাংলার কাছে’মন্তব্য রাজ্যের মন্ত্রী শশী পাঁজার

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

মেদিনীপুরের তৃণমূল প্রার্থী জুনের হয়ে মনোনয়নে এলেন রাজ্যের নারী কল্যাণ মন্ত্রী শশী পাঁজা।এদিন তিনি বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী কে কটাক্ষ করলেন।বললেন “কাপুরুষ যদি না হন আগে বাংলায় এসে ক্ষমা চান বাংলার মা বোনদের কাছে”।

অমিত শাহ কে কটাক্ষ মন্ত্রীর

মূলত এদিন মেদিনীপুর লোকসভার তৃণমূল প্রার্থী জুন মালিয়ার হয়ে মনোনয়ন দাখিলের জন্য বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন রাজ্যের মহিলা শিশু উন্নয়নও সমাজ কল্যাণ মন্ত্রী শশী পাঁজা। সেই শোভাযাত্রায় অংশ নিয়ে তিনি জেলা কালেক্টরেটে প্রার্থীকে ছাড়ার পর সাংবাদিকদের মুখোমুখি হন এবং সেখানেই রাজ্যের বিভিন্ন বিষয় নিয়ে উত্তর দেন সংবাদ মাধ্যমের কাছে।এখানে বিরোধীদের প্রচার নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেন বাংলায় বিরোধীদের প্রতি শাসকদলের কোনো রকমই বিরোধিতা নেই যার জন্য তাদের জোড়া জোড়া কর্মসূচি হচ্ছে মনোনয়ন দাখিল করছেন সভা মিটিং মিছিল করছে।কিন্তু মানুষ যে বঞ্চিত হচ্ছে তারাই তাদের উপর মাঝেমাঝেই বিক্ষোভ দেখাচ্ছে।যদিও বাংলার বঞ্চনায় সিপিএম কংগ্রেসকেও একই কাঠগড়ায় দাঁড় করিয়েছে এই মন্ত্রী।তিনি বলেন বাংলার বঞ্চনার সময় সিপিএম ও কংগ্রেস কোনোভাবেই প্রতিবাদ করেনি বিজেপির বিরুদ্ধে।শুধুমাত্র বাংলাকে কালিমালিপ্ত এবং তৃণমূল কংগ্রেসের ঘাড়ে দোষ চাপিয়ে দায় সেরেছেন তারা।

পাশাপাশি তিনি এ অভিযোগ করেন বরং আমাদেরকেই দ্বারস্থ হচ্ছে হতে হচ্ছে দিল্লির কাছে।যেখানে আমরা রাজ্যে শাসকদল থেকেও আমরা সমান সমান নির্বাচনে লড়ার সুবিধা পাচ্ছি না। এরপর সন্দেশখালীর ভিডিও নিয়ে শুভেন্দু অধিকারীর মন্তব্য প্রসঙ্গে প্রশ্ন করলে মন্ত্রী বলেন শুভেন্দু অধিকারী কূলকিনারা পাচ্ছেন না।তিনি বলেন বাংলার মা বোনদের অপমান করার জন্য ক্ষমা চাইতে হবে শুভেন্দু অধিকারী সহ তাদের সর্বোচ্চ নেতৃত্বকে।তিনি এও দাবি করেন যদি এই বিজেপির মন্ডল সভাপতির বক্তব্য দেওয়া ভিডিও ফেক হয় তবে আসল ভিডিও আপনারা বের করুন অবিলম্বে।এরপর অমিত শাহ যেখানে বলেছেন দুর্নীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কেউ কোনোভাবে ছাড় নয়,এই প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী বলেন অমিত শাহাকে প্রথমেই বাংলায় এসে বাংলার মা বোনদের কাছে ক্ষমা চাইতে হবে।কারণ যে ভিডিওটা সন্দেশখালির দেখানো হয়েছে তা পুরোটাই ফেব্রীকেটেড।বাংলায় যা খুশি বলে অপমান করে চলে যাবে এটা আমরা মানতে পারব না,অবিলম্বে তাকে প্রথমে ক্ষমা চাইতে হবে।এরই সঙ্গে তিনি রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন যদিও অমিত শাহা কাপুরুষ না হন তাহলে আগে অবিলম্বে এসে ক্ষমা চান বাংলার মা বোনদের কাছে।

প্রসঙ্গত এ ভোটের প্রাক্কালে রাজ্যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসছেন দুদিনের জন্য রাজ্য সফরে।তিনি বিজেপি প্রার্থীর হয়ে প্রচার করবেন।আর সেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে তোপ দেগেছেন রাজ্যের।


Share

dnews.in