নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :
শুধুমাত্র নেশার চোটে শাওলিনের ট্রেনিং দিচ্ছেন মেদিনীপুরের তপন পণ্ডিত।তার হাত ধরে হিন্দি,সাউথ মুভি সহ বিভিন্ন সিনেমাতে ট্রেনিং নেয় হিরো হিরোইনরা।পাশাপাশি তিনি ট্রেনিং করাচ্ছেন ভারতীয় সেনাবাহিনীর BSF, NSG ও কোবরা বাহিনীকে।এছাড়াও তরুণ প্রজন্ম স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেমেয়েদের এই শাওলিন কুংফু শেখাচ্ছেন সম্পূর্ণ বিনে পয়সায়।তার আক্ষেপ এই শাওলিন এবং কুংফুর জন্মদাতা ভারত কিন্তু অন্যান্য দেশ নিজেদের নামে চালাচ্ছে।
ছোট থেকেই জ্যাকি চ্যানকে দেখতে দেখতে বড় হয়েছে বছর ৪৫ এর তপন পন্ডিত।এক সময় চায়নার ডাং ফাং হেনান সিটির শাওলিন টেম্পল থেকে ট্রেনিং করেন।এই তপন পন্ডিত বর্তমানে মেদিনীপুর শহরের কর্ণের গোলাতে স্থায়ীভাবে বসবাস করেন। কিন্তু তিনি প্রায় সময়ই দেশ-বিদেশে দৌড়ে যান শুধুমাত্র নেশার চোটে। এক কথায় বলা যায় শাওলিন শেখানোর নেশায়। তাই তার হাত ধরে হিন্দি,সাউথ মুভি সহ বিভিন্ন সিনেমাতে ট্রেনিং নেয় হিরো হিরোইনরা।পাশাপাশি তিনি ট্রেনিং করাচ্ছেন ভারতীয় সেনাবাহিনীর BSF, NSG ও কোবরা বাহিনীকে।তপনের ঝুলিতে ইতিমধ্যে ভারতরত্ন ডক্টর আম্বেদকর অ্যাওয়ার্ড সহ আন্তর্জাতিক পুরস্কার রয়েছে। তপন বাবু ২৫ বছর ধরেই তার এই শাওলিন শিখিয়ে আসছেন।তার কথামতো এই শাওলিন এবং কুংফুর জন্মদাতা ভারত।তার আক্ষেপ এই কুংফু শাওলিনের চতুর কলা কৌশল শিখে বিদেশীরা নিজেদের নাম ট্যাগ করে চালাচ্ছে গোটা বিশ্বজুড়ে।
কিন্তু এই ভারত হল সেই শাওলিনের আদি জন্মদাতা। এরই সঙ্গে তিনি বলেন শুধু সেনা বাহিনীর দক্ষতা বাড়ানো নয়,সেই সঙ্গে ভারতীয় ছেলেমেয়েদের দক্ষ ও আত্মনির্ভর করতে হবে।এই পর্যন্ত গোটা দেশে প্রায় সাড়ে তিন লক্ষ ক্যাম্পে অংশগ্রহণ করেছে তপনবাবু।তিনি তরুণ প্রজন্ম স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেমেয়েদের এই শাওলিন কুংফু শেখাচ্ছেন সম্পূর্ণ বিনে পয়সায়।তার ট্রেনিং অ্যাকশন সিনেমা গুলি হলো enter the dragan girl’s,টাইগার শ্রফের “বাগি”,বিরাপ্পন সহ প্রায় ১৭ টি মুভি।যেখানে তিনি অ্যাকশন ডিরেক্টর হিসেবে কাজ করেছেন।গোটা দেশজুড়ে তার ১৭ টি শাখা রয়েছে যেখান থেকে তিনি শাওলিন শেখান ভারতীয়দের।তার উদ্দেশ্য ভারতীয় আদি স্রষ্টা এই শাওলিনকে গোটা বিশ্বে ছড়িয়ে দেওয়া।
এইদিন শাওলিন মাস্টার তপন পন্ডিত বলেন ছোটবেলা থেকে দেখেছি জ্যাকি চ্যানের এই কুংফুও শাওলিন করতে।পরবর্তীকালে ট্রেনিং নিয়েছি চায়না থেকে।কিন্তু এরপর যত দেখেছি তত শিখেছি এবং এই শেখার নেশায় ভারতীয়দের শেখানোর উদ্দেশ্যে নেমে পড়েছি ময়দানে। বহু জায়গায় ডাক আসে শেখানোর জন্য তাই স্কুল,কলেজ,ইউনিভার্সিটি ছেলে এবং মেয়েদের আত্মনির্ভর সঙ্গে দক্ষ হওয়ার ট্রেনিং দিয়ে থাকি। এই শাওলিনের আদি জন্মদাতা ভারত। ভারত হচ্ছে বাপ আর সেই বাপের কপি চুরি করেছে বিভিন্ন দেশ।তারা এগুলো কপি করে চালাচ্ছে নিজেদের নাম দিয়ে।তাই আমরা চাই আমরা ভারতীয়রা ভারতের আদি কলা কৌশল শিখে নিজেদের তৈরি করতে।