নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:
স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে পালকো টয়েটোর কর্মীদের এক প্রস্থ স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা করল বেসরকারি নার্সিংহ গ্লোকাল নার্সিংহোম।এই দিন এক ক্যাম্পের মধ্য দিয়ে প্রায় শতাধিক কর্মীর স্বাস্থ্য পরীক্ষা ও চক্ষু পরীক্ষা করা হয়।এরপর মেডিসিন এবং বাকি যাবতীয় জিনিসপত্র প্রদান করে এন নার্সিংহোমের তরফ থেকে। উপস্থিত ছিলেন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার সহ স্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তাররা।
একদিকে অনবরত বৃষ্টি অন্যদিকে স্বাস্থ্য নিয়ে উদ্বেগ জেলা বাসি।ইতিমধ্যে জ্বর জ্বালা সর্দি-কাশি লেগে রয়েছে ঘরে ঘরে।তার সঙ্গে রয়েছে সুগার প্রেসার চোখের সমস্যা সহ বার্ধক্য জনিত সমস্যা।এদিন মোহনপুর গ্লোকাল নার্সিংহোমের উদ্যোগে পালকো টয়েটোর যে কর্মীরা রয়েছে তাদের এক প্রস্থ স্বাস্থ্য পরীক্ষা ও চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো এদিন প্রায় শতাধিক ব্যক্তির এই স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির করা হয়।এরই সঙ্গে তাদের যাবতীয় ঔষধপত্র এবং চোখে চশমার ব্যবস্থা করা হয় এই নার্সিংহোমের তরফ থেকে।এই শিবিরে চোখ ও স্বাস্থ্য সমন্ধিত বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।উপস্থিত ছিলেন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার দেবব্রত নন্দী।এছাড়াও ছিলেন এস মুর্মু আহমেদ এরই সঙ্গে গ্লোকাল নার্সিংহোমে মার্কেটিং ম্যানেজার তুষার তালুকদার।