Teachers Day:22 নং ওয়ার্ড শিক্ষা সেল এবং কাউন্সিলরের উদ্যোগে শিক্ষক দিবসে সম্বর্ধিত দুই শতাধিক গুণীজন মানুষ

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

সমাজের দুই শতাধিক গুণীজন মানুষকে সম্বর্ধনা জানিয়ে 22 নং ওয়ার্ডে অনুষ্ঠিত হলো শিক্ষক দিবস।এই অনুষ্ঠানে ছোটদের কবিতা আবৃত্তি সমবেত সংগীত নৃত্য গীতের পাশাপাশি খোদ ওয়ার্ড কাউন্সিলর রবীন্দ্র নিত্য নাট্য চন্ডালিকা উপস্থাপন করেন। বিশিষ্ট মানুষের পাশাপাশি উপস্থিত হয়েছিলেন মেদিনীপুর পৌরসভার বিশিষ্ট কাউন্সিলররা।

বৃহস্পতিবার ছিল ৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবস।ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন মূর্তিতে মালা দিয়ে এই শিক্ষক দিবস অনুষ্ঠানের আয়োজন করে মেদিনীপুর পৌরসভার ২২ নং ওয়ার্ড শিক্ষা সেল ও কাউন্সিলর মৌসুমী হাজরা।এদিন সমাজের বিভিন্ন স্তরের প্রায় দুই শতাধিক গুণীজন মানুষকে সম্বর্ধিত করা হয় এই অনুষ্ঠান থেকে।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক লায়েক আলী খান মহাশয়,অধ্যাপক আব্দুর রহিম, বিশিষ্ট সমাজসেবী সুজয় হাজরা,জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি,শিক্ষা সেল এর যুগ্ম কনভেনার বিশিষ্ট শিক্ষক সুকুমার ভূঁইয়া ও সৌমেন সিনহা।এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্বনাথ পাণ্ডব,মৌ রায়, গোলকবিহারী মাঝি,ইন্দ্রজিৎ পানি সহ বিশিষ্ট ওয়ার্ড কাউন্সিলাররা।অনুষ্ঠানের শুরুতেই ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণাণ এর মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান অনুষ্ঠানের অতিথিবৃন্দ।এরপর কচিকাঁচাদের সমবেত নৃত্য গীত আবৃত্তি কবিতার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপরেই এই অনুষ্ঠানে আমন্ত্রিত দুই শতাধিক শিক্ষক-শিক্ষিকা সহ বিশিষ্ট গুণীজন মানুষদের সম্মান জ্ঞাপন করেন করেন ওয়ার্ড কাউন্সিলার মৌসুমি হাজরা। এই সমাজ সংশোধনে এবং সমাজকে সঠিক দিশা দেখাতে শিক্ষকদের যে অপরিসীম ভূমিকা রয়েছে তা বক্তব্যে তুলে ধরেন অতিথিবৃন্দরা।

পরিশেষে খোদ কাউন্সিলর মৌসুমী হাজরার রবীন্দ্র নৃত্য চন্ডালিকার মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠানের পরিসমাপ্তি।এদিনের পুরো অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলেন ওয়ার্ড কাউন্সিলর মৌসুমী হাজরা।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in