IIT ছাত্র মৃত্যুতে গভীর সমবেদনা জানিয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করলো আইআইটি কর্তৃপক্ষ

Share

গতকাল রাতেই ফের এক ছাত্র মৃত্যুর ঘটেছে খড়গপুর শিক্ষা প্রতিষ্ঠান আইআইটিতে।আর এই বারে বারে কেন ছাত্র-মৃত্যু করছে তা নিয়েই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ক্যাম্পাস জুড়ে।যদিও এই বিষয়ে সংবাদ মাধ্যমের কোন প্রশ্নের উত্তর দিতে রাজি হয়নি IIT কর্তৃপক্ষ। এদিন দুপুর নাগাদ একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়েই নিজেদের দায়িত্ব এড়িয়েছেন তারা। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে IIT খড়গপুরের ছাত্র,স্টাফ এবং ফ্যাকাল্টি সদস্যরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের 4র্থ বর্ষের দ্বৈত ডিগ্রী প্রাপ্ত ছাত্র মিঃ কে কিরণ চন্দ্রের আকস্মিক মৃত্যুতে গভীরভাবে শোকাহত।

এই ছাত্র লাল বাহাদুর শাস্ত্রী (এলবিএস) হল অফ রেসিডেন্সের একজন বোর্ডার ছিলেন এবং ১৭ ই অক্টোবর আত্মহত্যার পথ বেছে নিয়েছে।ঘটনা অনুযায়ী সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত, মিঃ কে কিরণ চন্দ্র তার দুই রুমমেটের সাথে তাদের হোস্টেলের ঘরে ছিলেন।পরে বাকি দুই শিক্ষার্থী একাডেমিক কার্যক্রমে চলে যায়।এরপর রাত ৮.৩০ টার দিকে লাল বাহাদুর শাস্ত্রী (এলবিএস)হলের সহকর্মীরা দেখতে পান তার ঘর ভেতর থেকে তালাবদ্ধ।জোর করে দরজা খুলে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।সিকিউরিটি এবং অন্যান্য ছাত্ররা তাকে অবিলম্বে বিসি রায় প্রযুক্তি হাসপাতালে নিয়ে আসে।

চিকিৎসকদের সর্বাত্মক প্রচেষ্টা সত্ত্বেও রাত সাড়ে ১১টার দিকে কিরণকে মৃত ঘোষণা করা হয়।এই ঘটনায় পুলিশের তদন্ত চলছে।অন্যদিকে IIT ইনস্টিটিউট ১৮ ই অক্টোবর ২০২৩ এ সকালে ক্যাম্পাসে আসা সকল পড়ুয়ার পরিবারকে জানিয়েছে এই ঘটনা।এই ঘটনায় ইনস্টিটিউট শোকসন্তপ্ত পরিবার এবং বন্ধুদের প্রতি গভীর সমবেদনা জানায়। সমগ্র প্রতিষ্ঠান এই অপূরণীয় ক্ষতিতে শোক প্রকাশ করে এবং বিদেহী আত্মার চিরশান্তি কামনা করে।


Share

dnews.in