Vidyasagar University:বিপ্লবীদের সন্ত্রাসবাদী প্রশ্নে এবার বিদ্যাসাগর বিশ্ব বিদ্যালয়ের গেটের তালা ভেঙে বিক্ষোভ দেখালো ABVP! যা ঘিরে উত্তেজনা

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

‘ইতিহাসের প্রশ্নপত্রে বিপ্লবীদের সন্ত্রাসবাদি আখ্যা’যা নিয়ে এবার ABVP এর বিক্ষোভে উত্তেজনা ছড়ালো বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে।নেতৃত্বের দাবি এই ঘটনায় অত্যন্ত নিন্দা জনক তাই উপাচার্য কন্ট্রোলার সেই সঙ্গে যিনি প্রশ্নপত্র করেছেন তার পদত্যাগ চাই আমরা।নেতৃত্ব এও জানান সবে শুরু হয়েছে আমাদের।আন্দোলন এখনো পুরো সিনেমা বাকি রয়েছে।

বিপ্লবী শহর মেদিনীপুর আর সেই বিপ্লবী শহরে বিপ্লবীদের অপমান করেছে বিদ্যাসাগর ইউনিভার্সিটি এরকমই অভিযোগ তুলে এবার বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে এক প্রস্ত বিক্ষোভ দেখালো এবিভিপি। যা ঘিরে তুমুল উত্তেজনা বিশ্ববিদ্যালয় চত্বরে।ঘটনা ক্রমে বলা যায় সম্প্রতি কিছুদিন আগে ইতিহাসের ষষ্ঠ সেমিস্টারের প্রশ্নে মেদিনীপুরের বিপ্লবীদের কে সন্ত্রাসবাদী আখ্যা দিয়ে প্রশ্নপত্র ছেপেছিল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়।যে প্রশ্নপত্র প্রকাশ্যে আসতেই শুরু হয়েছিল বিতর্ক।গোটা পশ্চিম মেদিনীপুর সহ ভিন্ন ভিন্ন জায়গার মানুষ এর প্রতিবাদে সামিল হয়,শামিল হয়েছিল রাজনৈতিক দলগুলি।যদিও সেই ঘটনায় প্রকাশ্যে নিজের ভুল স্বীকার এবং ক্ষমা চেয়ে নেয় বিদ্যাসাগর ইউনিভার্সিটি কর্তৃপক্ষ।কিন্তু তারপরও বিক্ষোভ অব্যাহত মেদিনীপুর শহর ও জেলায়।এদিন ভারতীয় জনতা পার্টির ছাত্র সংগঠন এবিভিপি নেতৃত্বে বিপ্লবী সম্মান যাত্রা করা হয় জেলা শহর জুড়ে।

সেই সম্মান যাত্রা এসে পৌঁছয় বিশ্ববিদ্যালয় গেটে। কিন্তু আগে থেকে বুঝে শুনে বিদ্যাসাগর গেটে তালা লাগিয়ে দেন কর্তৃপক্ষ।এরপর সেই তালা চেন ভাঙার জন্য গেট জোরে জোরে ঝাঁকাতে থাকে এবিভিপি এর সদস্যরা। এরপর তারা তালা চেন ভেঙে গেট খুলে ভেতরে প্রবেশ করে বিক্ষোভ দেখাতে থাকে। যা নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে সংশ্লিষ্ট এলাকায়।যদিও এ নিয়ে নেতৃত্বের বক্তব্য এটা সবে আমরা ট্রেলার দেখালাম এখনো সিনেমা বাকি রয়েছে।

এই বিষয়ে নেতৃত্ব অরুণাভ দত্ত বলেন,”বিপ্লবী শহর জেলা মেদিনীপুরের বিপ্লবীদের সন্ত্রাসবাদী আখ্যা দিয়েছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়।যার প্রতিবাদ আমরা করতে এসেছি।আমরা এই ঘটনায় সরাসরি উপাচার্য, কন্ট্রোলার এবং সেই সঙ্গে যিনি প্রশ্নপত্র করেছেন তার পদত্যাগ পত্র চেয়েছি।কিন্তু তিনি বাংলায় লিখতে জানে না বলে আমরা বাংলায় পদত্যাগ পত্র লিখেও নিয়ে এসেছি। কিন্তু আমরা আসছি দেখে উনি পিছন গেট দিয়ে পালিয়ে যান।তাই আমরা বিক্ষোভ করছি এবং এখনো পুরোপুরি সিনেমা বাকি রয়েছে।”


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in