Death by Drowning: বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমে তলিয়ে গেল কলেজিয়েট স্কুলের একাদশ শ্রেণীর অংশু!ছাত্রদের নিয়ে কড়াকড়ি ভাবনা স্কুল কর্তৃপক্ষের

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

চার বন্ধুর সঙ্গে স্নান করতে নেমে তলিয়ে গেল হবিবপুরের বাসিন্দা অংশু দাস। একাদশ শ্রেণির আর্টস্ বিভাগের অংশু কলেজিয়েট স্কুলের ছাত্র।এই মর্মান্তিক ঘটনায় ভেঙে পড়েছে পরিবার,ভেঙে পড়েছে স্কুল কর্তৃপক্ষ।স্কুলের প্রধান শিক্ষিকা বললেন ও আমার ছেলের মত,সমবেদনা জানার ভাষা নেই।

সোমবার এক মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল মেদিনীপুর কলেজিয়েট স্কুলের একাদশ শ্রেণির ছাত্র অংশু দাসের। যা নিয়ে চাঞ্চল্য জেলা শহরে।সূত্র অনুযায়ী জানা যায় হবিবপুরের বাসিন্দা,একাদশ শ্রেণির অংশু দাস তার বন্ধুবান্ধব নিয়ে স্কুলের ড্রেস পরে এদিন স্কুলে না গিয়ে শহরের শেষ প্রান্ত আমড়াতলা ড্যাম্পে উপস্থিত হয়।সেখানে বন্ধুদের সঙ্গে মজার ছলে স্নান করতে নামে। যদিও জলে নামার কিছুক্ষণ পরেই জলে তলিয়ে যায় সে।যদিও তার বন্ধুরা কিছু বোঝার আগেই সে তলিয়ে যায়।এর পরে স্থানীয় বাসিন্দাও পুলিশের সহযোগিতায় অনেকক্ষণ খোঁজাখুঁজির পর অচৈতন্য ছাত্র কে উদ্ধার করে জল থেকে তোলা হয়।এরপরে তাকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দারা বলেন,”এদিন বেলা নাগাদ স্কুলের পোশাক পরে পাঁচ ছাত্র এই জলে নেমেছিল স্নান করতে।জলে নেমে তারা মজা করছিল।সেই সময় কোন কারনে তাদের মধ্যে অংশু জলে তলিয়ে যায়।যদিও তার বন্ধুদের এই জানিয়েছিল সাঁতার জানে।কিন্তু জলের তোড়ে নিজেকে সামলাতে না পেরে তলিয়ে যায়। যদিও অনেকক্ষণ পরে স্থানীয় বাসিন্দা ও পুলিশের সহযোগিতায় অচৈতন্য অবস্থায় এই ছাত্রকে উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।ওই ঘটনায় বাকি ছাত্রদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।খবর দেওয়া হয়েছে ওই ছাত্রের বাড়িতে।এই বিষয়টি জানতে পেরে বাড়িতে যান কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষিকা হিমানি পড়িয়া।

এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষিকা হিমানী পড়িয়া বলেন,” ঘটনাটি খুব মর্মান্তিক ও বেদনাদায়ক।অংশু আমাদের আমার ছেলের মত।যদিও তিনি উল্লেখ করে বলেন অংশু একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছিল আর্টস বিভাগে।এদিন স্কুল না এসে তারা বন্ধু বান্ধব নিয়েই এই স্নান করতে যায়।যদিও শুনেছি সেখানে নাকি এরকম দুর্ঘটনা ঘটেছে।ওর পরিবারকে সমবেদনা জানানোর ভাষা নেই। তবে এই ঘটনায় আমরা ছুটির পরও যাতে ছাত্রদের attendance নেওয়া যায় এবং এ বিষয়ে আরো সতর্ক অবলম্বন করা যায় তার ব্যবস্থা নেওয়া হবে।



Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in