
হবিবপুর 8 ই জানুয়ারি:
SIR শুনানিতে ডাক পেয়েছেন এলেন কাগজপত্র নিয়ে। তবে শুনানিতে ডাক পেয়ে ক্ষোভ প্রকাশ করেননি এই কারগিল যোদ্ধা বরং বলেছেন দেশের নাগরিকদের উচিত যাবতীয় নথি দিয়ে শুনানিতে সাহায্য করার। এখন চলছে জোর কদমে গোটা রাজ্যের পাশাপাশি জেলায় জেলায় এস আই আর এর শুনানি পর্ব।

এখন চলছে এসআই আর এর শুনানি পর্ব আর এই শুনানি পর্বে ডাক পড়ছে সাংসদ বিধায়ক অভিনেতা অভিনেত্রী এমনকি বিভিন্ন মন্ত্রীদেরও। পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকায় চলছে জোর তৎপরতায় শুনানি পর্ব। এই শুনানি পর্বে এবার ডাক পড়লো এক অবসরপ্রাপ্ত কারগিল যুদ্ধে অংশগ্রহণকারী সেনার। এই সেনার নাম অনুপম সিংহ।ছিলেন নায়েক পদে। ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধে অংশ নিয়েছিলেন। পেয়েছিলেন অপারেশন বিজয় মেডেল। বুধবার মেদিনীপুর জেলা শাসকের চত্বরে এসআইআর এর শুনানিতে হাজির হলেন অবসর প্রাপ্ত সেই সেনা অনুপম সিংহ, বয়স ৪৮ বছর। বর্তমানে তিনি অতিরিক্ত জেলা শাসক (পঞ্চায়েত) এর সিএ পদে কর্মরত। বাড়ি মেদিনীপুর শহরের ৮ নম্বর ওয়ার্ডের হবিবপুর এলাকায়। ২৩৬ মেদিনীপুর বিধানসভার ১৬৩ সরস্বতী বিদ্যামন্দির বুথে ৯৯৪ সিরিয়ালে নাম রয়েছে তার।

কিন্তু এই অনুপমের আদি বাড়ি চন্দ্রকোনা ২ নম্বর কেঁচকাপুর গ্রামে। বাবা ৪২ বছর আগে মারা গিয়েছেন। মা এর নাম ছিল না ২০০২ এর তালিকায়। ১৯৭৮ সালে জন্ম হলেও তিনি ২০১৭ সালে সেনা থেকে অবসর নেন। ২০২০ থেকে মেদিনীপুর জেলা শাসকের দপ্তরে কাজে যোগ দেন। ২০০২ এর সময় কার্গিল এ ব্যাটালিক সেক্টরে কর্মরত ছিলেন। এদিন এই শুনানি শেষে অনুপম বলেন, ২০০২ এর শুনানির সময় দেশের সেবায় নিয়োজিত ছিলাম। সেই কারণে ভোটার তালিকায় নাম তোলা সম্ভব হয়নি। অবসরের পর মেদিনীপুরে ফিরে এসে ভোটার তালিকায় নাম তুলেছি। শুনানির জন্য ডেকে পাঠানো হয়েছিল। তাই শুনানিতে এলাম প্রয়োজনীয় সমস্ত কাগজ নিয়ে। সেনা ছিলাম তারও প্রমান পত্র নিয়ে এসেছি।

তবে পিপিও এবং স্কুল সার্টিফিকেট জমা নিয়েছেন। তবে এই দিন শুনানি তে এসে বরং ক্ষোভ প্রকাশ করেননি তিনি বরং তিনি সন্তোষ প্রকাশ করে বলেন এতে কোন সমস্যা নয়,দেশের নাগরিকের কর্তব্য নথি দিয়ে সাহায্য করার।