SSC Exam:তিন দিনের পুলিশি হেফাজতের মধ্যেই এসএসসি পরীক্ষা অরিন্দমের!কড়া নিরাপত্তা ঘাটালে

Share

ঘাটাল 7 ই সেপ্টেম্বর:

নিজের ফেসবুক পেজে ১৪ লাখ টাকায় এসএসসি পরীক্ষার প্রশ্ন উত্তর পাওয়া যাচ্ছে পোস্ট করে গ্রেপ্তার হওয়া অরিন্দম পাল কড়া পুলিশ প্রহরার মধ্যে এসএসসি পরীক্ষা দিতে এলেন। যদিও ওই ঘটনায় পুলিশ গ্রেপ্তার করে কোর্টে তুললে তাকে তিনদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছিল আদালত। আর সেই পুলিশই হেফাজতের মধ্যেও তাকে পরীক্ষা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।সেই নির্দেশ মতোই এইদিন কড়া প্রহরায় পরীক্ষা দিলেন অরিন্দম।

এসএসসি পরীক্ষা নিয়ে সামাজিক মাধ্যমে ভুয়ো পোস্টের অভিযোগে গ্রেফতার চন্দ্রকোনার যুবককে ঘাটালের রথীপুর বরদা বানীপিঠ হাইস্কুলে পরীক্ষা কেন্দ্রে পুলিশ প্রহরায় নিয়ে গেল পুলিশ। মূলত গ্রেফতার হওয়া যুবক চন্দ্রকোনার লোড়পুর গ্রামের অরিন্দম পাল এসএসসি পরীক্ষার্থী,ঘাটালের রথীপুর বরদা বানীপিঠ হাইস্কুলে রয়েছে তার সেন্টার।চন্দ্রকোনা থানার পুলিশ কড়া প্রহরায় তাকে পরীক্ষা কেন্দ্রে হাজির করাল পরীক্ষা দেওয়ার জন্য।পুলিশি নজরদারিতে ওই পরীক্ষা কেন্দ্রে এসএসসির SLST পরীক্ষা দেবে সে।

উল্লেখ্য,এই পরীক্ষা নিয়েই গত শুক্রবার সামাজিক মাধ্যমে ভুয়ো পোস্ট করে চন্দ্রকোনা থানার পুলিশের হাতে গ্রেফতার হয় এসএসসি পরীক্ষার্থী অরিন্দম পাল।তাকে গতকাল ঘাটাল মহকুমা আদালতে তোলা হলে বিচারক তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন এবং পরীক্ষায় বসার অনুমতি পাই ধৃত অরিন্দম পাল।আজ সকাল সকাল তাকে ঘাটালের রথীপুর বরদা বানীপিঠ হাইস্কুলে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যায় চন্দ্রকোনা থানার পুলিশ।পরীক্ষাকে ঘিরে ওই পরীক্ষা কেন্দ্রে কড়া নিরাপত্তার ব্যবস্থা রয়েছে।

সূত্র অনুযায়ী রবিবার নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ৩ লক্ষ ১৯ হাজার ৯১৯ এবং পরের রবিবার ১৪ সেপ্টেম্বর হবে একাদশ–দ্বাদশের পরীক্ষা। সে দিন এই সংখ্যাটা প্রায়  ২ লক্ষ ৪৬ হাজার, এ দিন জানায় কমিশন।এই পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে সতর্ক কমিশন।পরীক্ষার্থীদের কী কী নিয়ম মানতে হবে,শনিবার তা কড়া ভাবে জানিয়ে দিয়েছে চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার।এবারে মোট ৬৩৬টি কেন্দ্রে পরীক্ষা হবে। সূত্র অনুযায়ী এই পরীক্ষা শুরু হবে দুপুর ১২টা থেকে।তার আগে সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে প্রশ্নপত্র পৌঁছে যাবে পরীক্ষাকেন্দ্রে। প্রশ্নপত্র বিতরণ শুরু হবে সকাল ১১টা ৪৫ থেকে।পরীক্ষাকেন্দ্রে প্রবেশের শেষ সময় সকাল ১১টা ৪৫। আর যে ঘরে পরীক্ষা হবে, সেখানে প্রবেশের শেষ সময় বেলা ১২টা।

এবারে পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীদের দেহ তল্লাশি হবে মেটাল ডিটেক্টর দিয়ে।তবে এসএসসি-ও পরীক্ষার্থীদের জন্য কলমের ব্যবস্থা করবে।পরীক্ষা হলে কেউ ফোন নিয়ে যেতে পারবেন না। স্মার্ট ঘড়ি বা ক্যালকুলেটরও নিয়ে যাওয়া যাবে না।জলের বোতল আনলে তা স্বচ্ছ হতে হবে। হতে হবে স্বচ্ছ কলমও। প্রথমটি হবে ৭ ই সেপ্টেম্বর দ্বিতীয় পরীক্ষাটি একাদশ ও দ্বাদশ শ্রেণির পরীক্ষাটি হবে ১৪ ই সেপ্টেম্বর।এরই সঙ্গে অ্যাডমিট কার্ড বা অন্যান্য প্রয়োজনীয় নথি ফোল্ডারে নিয়ে গেলে, তা-ও স্বচ্ছ হতে হবে।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in