Kolkata:এবার মন্ত্রিত্ব পথ থেকে ইস্তফা ক্রীড়ামন্ত্রীর!চিঠি গেল নেত্রীর কাছে

Share

কলকাতা 16 ই ডিসেম্বর:

মেসিকে নিয়ে রাজনৈতিক তরজার মাঝে ক্রীড়া মন্ত্রীর পদ থেকেই ইস্তফা দিতে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে।তাঁর হাতে লেখা এই চিঠি সামাজিক মাধ্যমে প্রকাশ পেয়েছে।যদিও সূত্রের খবর সেই চিঠি গৃহীত হয়েছে মুখ্যমন্ত্রীর কাছে।

এখন গোটা বিশ্বজুড়েই নজর মেসিকে নিয়ে। বিশেষ করে কলকাতায় এসে যেভাবে বিতর্ক শুরু হয়েছে তা যেন কাটতেই চাইছে না। কারণ কলকাতার পর হায়দ্রাবাদ মহারাষ্ট্র এবং দিল্লিতে মেসির অনুষ্ঠান শান্তিপূর্ণ হওয়ায় বেশি বিতর্ক দেখা দিয়েছে কলকাতাকে ঘিরে।সেই ঘটনায় এখন রাজ্য রাজনীতিতে তর্ক-বিতর্ক অব্যাহত। বিশেষ করে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে নিয়ে প্রশ্ন উঠেছে বারে বারে।এরই মধ্যে এবার ক্রীড়া মন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে চেয়ে অরূপ বিশ্বাস চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।নেত্রীকে চিঠি লিখে তিনি মন্ত্রিত্ব থেকে অব্যাহতি চাইলেন।মূলত ১৩ ডিসেম্বর লিওনেল মেসির অনুষ্ঠান ঘিরে তুলকালাম হয় যুবভারতী ক্রীড়াঙ্গনে।গোটা দেশের কাছে তো বটেই,বিশ্ব মঞ্চেও মুখ পোড়ে কলকাতার।এই ঘটনার পরেই ইস্তফা দিতে চেয়ে চিঠি অরূপের।তাঁর হাতে লেখা এই চিঠি সামাজিক মাধ্যমে প্রকাশ পেয়েছে।

তৃণমূলের এক নেতা সামাজিক মাধ্যমে এই চিঠির কথা উল্লেখ করে পোস্ট করলেও এখনও পর্যন্ত অরূপ নিজে বা তৃণমূলের শীর্ষ নেতৃত্ব এ ব্যাপারে কোনও প্রতিক্রিয়া দেননি।তবে সূত্রের খবর,এই ইস্তফা পত্র গৃহীত হওয়ার সম্ভাবনাই বেশি।১৩ ডিসেম্বর যুবভারতীতে মেসির অনুষ্ঠানের জন্য হাজার, হাজার টাকা দিয়ে টিকিট কাটেন ভক্তরা। অথচ স্টেডিয়ামে ঢুকে তাঁরা মেসির ঝলকটুকুও দেখতে পাননি। অভিযোগ,মাঠের মাঝে মন্ত্রী, VVIP-দের ভিড় ঘিরে ফেলে মেসিকে। যাঁরা হাজার, হাজার টাকা দিয়ে টিকিট কেটেছিলেন, তাঁদেরই বঞ্চিত হতে হয়।এই ক্ষোভ গিয়ে পড়ে অরূপ বিশ্বাসের উপরে। কারণ, সে দিন তিনি মেসির গায়ের সঙ্গে একেবারে আঠার মতো সেঁটে ছিলেন। ক্যামেরার সামনে ক্রমাগত পোজ় দিয়ে গিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় সেই সব ছবি সামনে আসায় চরম সমালোচনার মুখে পড়তে হয় ক্রীড়া মন্ত্রীকে।রেহাই পায়নি রাজ্য সরকারও।

এই আবহে অরূপের পদত্যাগের ইচ্ছাপ্রকাশের খবর সামনে এসেছে। এখনও অবধি যা খবর, তাতে এই চিঠি গৃহীত হতে পারে। যদিও সূত্রের খবর বর্তমানে ক্রীড়া দপ্তর থাকছে মুখ্যমন্ত্রীর হাতেই।অন্যদিকে,এই ঘটনায় বিরোধী সুর চড়িয়েছে বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্বরা।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in