
খড়গপুর 1 লা নভেম্বর:
16 নং জাতীয় সড়কে ভয়াবহ দূর্ঘটনা,গুরুতর আহত 4 জন।ঘটনা ক্রমে জানা যায়,খড়্গপুর 2 নং ব্লকের বসন্তপুর এলাকায় দুটি লরির মুখোমুখি সংঘর্ষ হয়।এই ঘটনায় গুরুতর আহত হয় 4 জন।ঘটনাস্থলে উদ্ধারে এন এইচের টিম ও খড়্গপুর লোকাল থানার পুলিশ। খড়্গপুর কলকাতা লেনে 16 নং জাতীয় সড়কের ওপরের ঘটনা।

ভরদুপুরে ব্যস্ততম জাতীয় সড়কে ঘটে গেলো এক ভয়াবহ পথ দুর্ঘটনা। খড়গপুর জাতীয় সড়কে মাল বোঝাই কনটেইনার এর সঙ্গে সংঘর্ষে উত্তেজনা গোটা এলাকায়।এই সংঘর্ষের জেরে দু’টি গাড়িই দুমড়ে-মুচড়ে যায়,রাস্তায় ছিটকে পড়ে লোহার অংশ ও পণ্য। শনিবার ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকাল থানার অন্তর্গত বসন্তপুর এলাকায়।ঘটনায় দুমড়ে-মুচড়ে যায় দুটি গাড়ি।গুরুতর আহত অবস্থায় দুটি গাড়ি থেকে ছিটকে পড়ে চালকসহ খালাসী।তড়িঘড়ি স্থানীয়রা চারজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজে পাঠায়।সেখানে তাদের চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে।এই খবর পেয়ে খড়গপুর লোকাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে এবং যান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয়।এই দুর্ঘটনার ফলে জাতীয় সড়কের দুই দিকেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

এরপরে পুলিশ ক্রেনের সাহায্যে গাড়ি দুটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।আহতদের মধ্যে চারজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।