
নিজস্ব প্রতিনিধি,বেলদা:
রাতের বেলায় গাড়িতে তেল ভরার সময় ওভারটেক করতে গিয়ে চার চাকার সঙ্গে সংঘর্ষ বাইক আরোহীর।ঘটনাস্থলে লরিতে পিষে মৃত্যু হল দুই পড়ুয়ার।ঘটনাস্থলে পুলিশ প্রশাসন দেহ তুলে নিয়ে গিয়ে তদন্ত শুরু।এলাকায় শোকের ছায়া।

বেলদা কাঁথি রাজ্য সড়কে পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল দুই যুবকের।দুর্ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা কাঁথি রাজ্য সড়কের ঠাকুর চকের BSNL টাওয়ার সংলগ্ন এলাকায়।জানা গিয়েছে,এদিন মোটরবাইকে করে এই দুই পড়ুয়া ঠাকুর চক থেকে বেলদার দিকে আসার সময় সামনে থাকা একটি লরিকে ওভারটেক করতে যায়।সেই সময় অপর দিক থেকে আসা একটি প্রাইভেট গাড়ি সজোরে ধাক্কা মারে ওই দুই মোটরবাইক আরোহীকে। এই ঘটনায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর পড়ে যায় ওই দুই মোটরবাইক আরোহী।এরপর পিছনে থাকা একই দিকে যাওয়া লরি গাড়িটি ওই দুই যুবকের উপর দিয়ে চলে যায়।এই ঘটনায় ঘটনাস্থলে মৃত্যু হয় এক যুবকের।অপরজনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান।

এই দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বেলদা থানার ট্রাফিক সহ বিশাল পুলিশ বাহিনী।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত দুই যুবকের নাম মেঘনাথ জানা ও সন্দীপ মাইতি।বাড়ি বেলদা থানার অন্তর্গত ঠাকুর চক এলাকায়।এই দুর্ঘটনার ফলে বেশ কিছুক্ষণের জন্য যান চলাচল অবরুদ্ধ হয়ে পড়ে রাজ্য সড়কের উপর।পরে দুর্ঘটনা গ্রস্থ দুটি গাড়ি কে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে বেলদা থানার পুলিশ।জানা গিয়েছে মৃত এই দুই যুবক তুতরাঙ্গা হাই স্কুলের একাদশ শ্রেণির পড়ুয়া।এদিন মোটরবাইকে তেল ভরার জন্য ঠাকুরচক থেকে বেলদার দিকে আসছিল। আসার পথেই ঘটে বড় বিপত্তি।বেঘরে প্রাণ যায় ওই দুই যুবকের।এই ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকা জুড়ে।

এ বিষয়ে স্থানীয় শিবায়ন দাস বলেন,”একটি বাইকে করে ওই দুই যুবক ঠাকুর চক থেকে যাচ্ছিল তেল পাম্পে গাড়িতে তেল ভরার জন্য।সেই সময় একটি লরিকে ওভারটেক করতে গিয়ে উল্টো দিক থেকে আসা গাড়ির সঙ্গে দুর্ঘটনা ঘটে।যেই ঘটনায় লরিটি ওই দুই যুবকের উপর দিয়ে চলে যায়।ঘটনাস্থলেই এই দুজন মারা যায়।