Belda Patient:মৃত রোগীকে USG করার নির্দেশ নার্সিংহোমের!ক্ষুব্ধ রোগীর পরিবার-পরিজন, তদন্তের নির্দেশ স্বাস্থ্য আধিকারীকের

Share

বেলদা 5 ই জানুয়ারি:

পেট ব্যাথা নিয়ে নার্সিংহোমে ভর্তি এরপরই রোগী মৃত্যু,পরবর্তী কালে তাকে ইউএসজি করার নির্দেশ নার্সিংহোম কর্তৃপক্ষের।যা নিয়ে বিক্ষোভ রোগের পরিবার-পরিজনদের।যদিও এই ঘটনায় তৎপর জেলা স্বাস্থ্য আধিকারিক।তড়িঘড়ি নির্দেশ দেওয়া হলো তদন্তের, বন্ধ করা হলো নার্সিংহোম।

চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ উঠলো বেলদার এক বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে।এই ঘটনায় উত্তেজনা ছড়ালো পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার বাখরাবাদ গ্রাম পঞ্চায়েতের গোবিন্দ পুরের একটি নার্সিংহোম চত্বরে।ঘটনা ক্রমে জানা যায়,বাখরাবাদ এলাকার এক গৃহবধূ শনিবার সন্ধ্যায় পেটের ব্যথা নিয়ে বেলদার ওই বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন।পরিবারের অভিযোগ ভুল চিকিৎসা করার কারণেই অস্বাভাবিক মৃত্যু হয়েছে ওই গৃহবধুর। মৃত গৃহবধুর নাম সঙ্গীতা বিশ্বাস।বয়স প্রায় ২৬ বছর,বাড়ি বেলদা থানার অন্তর্গত বাখরাবাদ গ্রাম পঞ্চায়েতের স্কুল মোড় এলাকায়।মৃত গৃহবধূর স্বামী সত্যদ্বীপ বিশ্বাসের অভিযোগ, সামান্য পেটে ব্যথা নিয়ে শনিবার সন্ধ্যায় নার্সিংহোমে ভর্তি করেন তার স্ত্রীকে।এরপর ভুল চিকিৎসার কারণে মাঝরাতে পেটের যন্ত্রণা আরও বাড়ে বলে অভিযোগ তার।

পরের দিন সকালে কর্মরত চিকিৎসক ওই গৃহবধুর USG করাতে বলেন।এরপর পরিবারের লোকজন বেলদাতে ওই গৃহবধুর USG করাতে নিয়ে গেলে তখনই স্ক্যান সেন্টারে কর্মরত চিকিৎসক ওই গৃহবধূকে মৃত ঘোষণা করেন।পরিবারের অভিযোগ, মৃত অবস্থায় ওই গৃহবধূকে USG করাতে পাঠায় নার্সিংহোম কর্তৃপক্ষ।এরপরই এই ঘটনাকে কেন্দ্র করে মৃতদেহ নার্সিংহোমের সামনে রেখে বিক্ষোভে ফেটে পড়েন পরিবারের লোকজন।এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।তাদের পৌঁছানোর পরেই পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।অবিলম্বে ওই নার্সিংহোম বন্ধের দাবি জানিয়েছেন এলাকার লোকজন।এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

এই বিষয়ে মৃতের শ্বশুর বলেন,”সামান্য পেট ব্যথা নিয়ে বৌমাকে ভর্তি করিয়েছিলাম। কিন্তু ওই নার্সিংহোমের ডাক্তারবাবু এবং নার্সিংহোম ইচ্ছাকৃতভাবে মেরে দিয়েছে আমাদের পুত্রবধূকে। এরই পাশাপাশি ওরা মৃত রোগীকে ইউএসজি করার নির্দেশ দেয়। আমরা তাই অবিলম্বে ওই নার্সিংহোম সেই সঙ্গে ওই নার্সিং এর ডাক্তারবাবুর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

যদিও অন্যদিকে এ বিষয়ে নার্সিংহোমকে ফোন করা হলে তারা ফোন না ধরলেও জেলার স্বাস্থ্য আধিকারিক সৌম্য শংকর সড়ঙ্গী বলেন এই ঘটনার খবর আমরা পেয়েছি।তাই সেই সঙ্গে পুলিশে অভিযোগ হয়েছে।আমরা ওই নার্সিংহোমকে বন্ধ করার নির্দেশ দিয়েছি এবং তদন্ত কমিটি বসানো হয়েছে।এছাড়াও ওনাদের লাইসেন্স আমরা ক্যানসেল করিয়েছি।তদন্ত শেষ হলে তবেই বাকি বিষয়টা বলা যাবে।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in