Shop Fire:ছুটির দিনে ঘটল অঘটন!আগুন লেগে পুড়ে ছাই কালীপুজোর পাওনা জিনিসপত্র,পুড়ল নগদ অর্থ

Share

বেলদা 27 সে অক্টোবর:

হঠাৎই দোকানের মধ্যে দাউ দাউ করে জ্বলছে আগুন। আগুনের লেলিহান শিখা বেরিয়ে আসছে দোকানের শাটারের নিচ থেকে।ভয়াবহ আগুনে পুড়ে ছাই দোকানের সবকিছুই। আর এই অগ্নিকাণ্ডের ঘটনা এর রীতিমতো আতঙ্ক সৃষ্টি হয় পশ্চিম মেদিনীপুরের বেলদায়।স্থানীয়রা আগুন দেখতে পেয়ে খবর দেয় পুলিশে। স্থানীয় বেশ কয়েকজন যুবক এবং বেলদা থানার পুলিশের সহযোগিতায় প্রাথমিকভাবে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়।

দিন কয়েক আগে সম্পন্ন হয়েছে কালীপুজো।সেই কালী পুজো উপলক্ষে দোকানে মালপত্র ছিল বেশ।তবে ছুটির দিনের সন্ধ্যায় ঘটল অঘটন। নিমেষের মধ্যে পুড়ে ছাই দোকানের মধ্যে থাকা আসবাবপত্র থেকে নানান জিনিস। পুড়ে গিয়েছে নগদ অর্থও। ভয়াবহ অগ্নিকাণ্ডে ভষ্মীভূত সবকিছুই। স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও আগুনের লেলিহান শিখা থেকে অবশিষ্ট নেই কিছুই। কালী পুজোর ঠিক কদিন পরেই বেলদা কালীমন্দিরের পাশের একটি দোকানে বিধ্বংসী আগুন। আর এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খড়গপুর থেকে ছুটে আসতে হয় দমকলকেও। স্থানীয়দের চেষ্টায় এবং দমকলের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।জানা যায় কালীমন্দিরের একদম পাশেই এই দোকান। কালী পুজো উপলক্ষে দোকানে ছিল একাধিক পুজোর সামগ্রী। শাড়ি,তুলো, মোমবাতি থেকে একাধিক পুজোর সামগ্রী ছিল এই দোকানের মধ্যে।

স্বাভাবিকভাবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।প্রাথমিকভাবে অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। স্থানীয়দের দাবি দোকানের মধ্যে থাকা কাপড়, মোমবাতি প্রদীপ সহ একাধিক দাহ্য বস্তু থাকায় রীতিমতো সেই আগুন ভয়ংকর রূপ ধারণ করে। যদিও বড়সড় দুর্ঘটনা এড়ান গিয়েছে। স্থানীয়রা প্রাথমিকভাবে সাবমারসিবল থেকে জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন।তবে কীভাবে লাগলো এই আগুন, তার তদন্তে নেমেছে দমকল এবং পুলিশ।

তবে বেশ কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান। পাশে ছিল বাড়ি, মন্দির। স্বাভাবিকভাবে বড়সড় দুর্ঘটনায় এড়ান গিয়েছে এদিন।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in