
নিজস্ব প্রতিনিধি,বিহার:
বিহারের এক দম্পতি তাঁদের কন্যাসন্তানের নাম রাখলেন ‘সিন্দুর’। ‘অপারেশন সিঁদুর’-এর স্মৃতি জিইয়ে রাখতে এবং ভারতীয় সেনার প্রতি তাঁদের সম্মানজ্ঞাপনে এই নামকরণ বলে দাবি করেছেন ওই দম্পতি।কুন্দন বলেন, ‘‘ভারতীয় সেনা আমাদের গর্ব। যে ভাবে নিরীহ মানুষদের হত্যা করেছে জঙ্গিরা, তার মোক্ষম জবাব দিয়েছে সেনা। আর এই মুহূর্তকে ধরে রাখতেই কন্যার নাম রেখেছি সিন্দুর।’’

এই মুহূর্তে ভারত পাকিস্তান যুদ্ধে উত্তাল গোটা বিশ্ব। জঙ্গি আক্রমণে 26 জন পর্যটক এর মৃত্যুতে পাল্টা প্রতিবাদ সেইসঙ্গে বদলা নিচ্ছে ভারত পাকিস্তানের বিরুদ্ধে। এই অপারেশনের নাম দেয়া হয়েছিল সিন্দুর। যা নিয়ে গোটা ভারতবর্ষে উচ্ছ্বাস প্রকাশ করেছে।এবার তাই জন্ম হওয়া শিশুর নাম রাখল সিন্দুর।মূলত বিহারের কাটিহার জেলার কুন্দন কুমার মন্ডল। গত ৫ মে তাঁর স্ত্রী কন্যাসন্তান প্রসব করেন। ঘটনাচক্রে, ওই রাতেই পাকিস্তানের বিরুদ্ধে প্রত্যাঘাতে নামে ভারতীয় সেনা। নাম দেওয়া হয় ‘অপারেশন সিঁদুর’। ভোরের আলো ফুটতেই যখন দেশ জুড়ে আলোচিত হচ্ছে ‘অপারেশন সিঁদুর’ নিয়ে, কুন্দন হাসপাতালে পৌঁছেই কন্যার নাম রাখেন ‘সিন্দুর’।

এক সংবাদমাধ্যমকে কুন্দন বলেন, ‘‘ভারতীয় সেনা আমাদের গর্ব। যে ভাবে নিরীহ মানুষদের হত্যা করেছে জঙ্গিরা, তার মোক্ষম জবাব দিয়েছে সেনা। আর এই মুহূর্তকে ধরে রাখতেই কন্যার নাম রেখেছি সিন্দুর। ওর মধ্যে দিয়েই ভারতীয় সেনার এই ‘অপারেশন সিঁদুর’-এর স্মৃতি জিইয়ে রাখতে চাই।’’ শুধু কুন্দন নন, তাঁর স্ত্রী এবং আত্মীয়েরাও সদ্যোজাতের এই নামকরণে খুশি। কুন্দন জানিয়েছেন, কন্যা যখন বড় হয়ে তাঁর এই নামকরণের তাৎপর্য বুঝতে বলেই আশা প্রকাশ করেছেন কুন্দন। প্রসঙ্গত, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরনে ২৫ ভারতীয় এবং নেপালের এক নাগরিককে গুলি করে খুন করে জঙ্গিরা।

মূলত পহেলগাঁও কাণ্ডকে ঘিরে ভারত-পাকিস্তানের মধ্যে সামরিক অস্থিরতা তৈরি হয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে গত ৫ মে রাতে প্রত্যাঘাত করে ভারত। সেই অভিযানের নাম দেওয়া ‘অপারেশন সিঁদুর’।