
নিজস্ব প্রতিনিধি,চন্দ্রকোনা:
ডাক্তার দেখাতে গিয়ে পালিয়েছে বৌমা।অবশেষে নাতিকে দিয়েই শ্রাদ্ধ শান্তি সারলো বাড়ির লোকজন।শশুর শাশুড়ির দাবি সম্মান তো নষ্ট করেছে সেই সঙ্গে ছেড়ে গেছে এই ক্ষুদে শিশুকে। আজ থেকে ও আমাদের কাছে মৃত।

জীবিত মায়ের শ্রাদ্ধ শান্তি করল চার বছরের ছোট্ট ছেলে,ঘটনা চন্দ্রকোনা রোড এর দরখোলা এলাকায়।
কিন্তু কেন সেই প্রশ্ন খুঁজতেই গ্রামে গিয়ে দেখা যায় সেই শ্রাদ্ধানুষ্ঠান করছে চার বছরের ছোট্ট ছেলে মাথা ন্যাড়া হয়ে মায়ের ফটো কে সামনে রেখে।এইদিন রীতিমত ব্রাহ্মণ ডেকে এই শ্রাদ্ধ শান্তির কাজ চলে। ঘটনা খতিয়ে দেখতে গিয়ে পরিবার সূত্রে জানা যায় এই পরিবারে এই বাচ্চাটির মা চলে গেছে অন্য পর পুরুষের হাত ধরে।দীর্ঘ সাত বছরের সংসার সেই সঙ্গে ছোট্ট শিশুকে ফেলে চলে গিয়েছে পরিবার ছেড়ে।ছেলেটি বারে বারে তার মাকে খুঁজে বেড়াচ্ছিল।মা চলে গেছে চলতি এপ্রিল মাসের ছয় তারিখে।মায়ের খোঁজ দিতে না পেরে পরিবারের লোকজন ওই শিশুকে বলেছিল তার মা এক্সিডেন্টে মারা গেছে। এরপর শেষমেষ ওই ছোট্ট শিশুর মায়ের বাড়ির লোকজন এবং বাবার বাড়ির লোকজন সিদ্ধান্ত নেয় শ্রাদ্ধ শান্তি করার। আর এই ঘটনায় গোটা গ্রামে হইচই ফেলে দেয়।

এ বিষয়ে বাড়ির সদস্য তপন ঘোষ বলেন ডাক্তার দেখাতে গিয়েছিলাম।সেখান থেকেই পান খেতে গেলে বৌমা পালিয়ে যায়।পরে ফোনে জানায় সে আর বাড়ি ফিরবে না।সে অন্য জায়গায় সংসার পেতেছে।বাড়ির মান সম্মান সেই সঙ্গে এই ছোট খুদে কে ছেড়ে যে চলে যেতে পারে তার কাছে কিছু আর আশা থাকে না।আমরা তাই ওইটুকু ছেলেকে যখন মা মা করতে থাকে আমরা তাকে বলেছিলাম যে মা গেছে,ফিরে আসবে না। শেষে মেয়ের বাড়ির অনুমতি নিয়ে আমরা এই ক্রিয়া কর্ম করলাম।

এ বিষয়ে আরেক সদস্য মিনা ঘোষ বলেন,”এখানে আর বলার কোনো ভাষা নেই।যে মহিলা তার স্বামী সংসার এবং এই ছোট্ট বাচ্চাশিশুকে ছেড়ে দিয়ে অন্য জনের সঙ্গে চলে যেতে পারে তার প্রতি আমাদের আর কোন মায়া দয়া নেই।তাই নিয়ম-নীতি অনুযায়ী এই ক্রিয়া-কর্ম সম্পন্ন হল আজকে।