Daspur Incident:বন্দুক নিয়ে ডাকাতি করতে এসে ভিন জেলার সাত ডাকাত ধরা পড়ে গেল পুলিশের জালে!উদ্ধার বন্দুক, কাটারী ও মালবাহী ট্রাক

Share

দাসপুর 1 লা নভেম্বর:

এবার বড়সড় ডাকাতি ছক বানচাল করলো ও দাসপুর থানার পুলিশ প্রশাসন। গভীর রাতে ভিন রাজ্যের সাত দুষ্কৃতী দুটি বড় বড় ট্রাক সেইসঙ্গে বন্দুক, কাটারি নিয়ে জড়ো হয়েছিল ডাকাতি করার উদ্দেশ্যে। সূত্রের খবর পাইপ চুরির করতেই ডাকাতরা জড়ো হয়েছিল এক জায়গায়।কিন্তু পুলিশ খবর পেয়েই তাদের গ্রেপ্তার করে এবং আটক করা হয় তাদের গাড়ি।

দাসপুরের চাইপাট এলাকায় পিস্তল নিয়ে ডাকাতি করতে এসে পুলিশের হাতে গ্রেফতার ৭ আটক করা হয়েছে একটি প্রাইভেট কার ও দুটি মালবাহী ট্রাক।যা
দাসপুর পুলিশের বড় সাফল্য বলে মনে করছে পুলিশ প্রশাসন। পুলিশ সূত্রে অনুযায়ী জানা যায়,পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার দাসপুর ২ নম্বর ব্লকের চাইপাট এলাকায় সরকারি পাইপ ডাকাতি করতে আসে একদল দুষ্কৃতী। তারা তাদের সঙ্গে বড় দুটি মালবাহী ট্রাক নিয়ে হাজির হয়েছিল। গভীর রাতে একসঙ্গে জড়ো হওয়া এই সন্দেহ বাঁধে পুলিশের।
সেই খবর পুলিশ পাওয়ার পরেই দাসপুর পুলিশ পুরো টিম আকারে সেই দুষ্কৃতীকারীদেরকে ঘিরে ধরে। এরপর তাদের কাছে জিজ্ঞাসা বাদ করেই ঘটনাস্থল থেকে সাত জনকে গ্রেফতার করে পুলিশ। তদন্তে দুষ্কৃতিকারীদের কাছ থেকে উদ্ধার হয় একটি শর্ট গান ও একাধিক গুলি ও একাধিক অস্ত্র।

পুলিশের অনুমান চাইপাট এলাকায় স্কুল মাঠের পাশে জল প্রকল্পের সরকারি পাইপ মজুদ করা আছে আর সেই পাইপ ডাকিতি করার উদ্দেশ্য নিয়ে আসে এই দুষ্কৃতীরা।এরই পাশাপাশি একটি প্রাইভেট কার ও দুটি মালবাহী ট্রাক আটক করেছে দাসপুর থানার পুলিশ।এই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ ও দাসপুর পুলিশের বড় সাফল্য বলে মনে করছে অনেকেই। পুলিশের হাতে আটক হওয়া দুষ্কৃতকারীর নাম, ইসরাফিল হক বাড়ি মুর্শিদাবাদ,মতিন শেখ বাড়ি মুর্শিদাবাদ,মহাম্মদ গুড্ড বাড়ি বিহার,কার্তিক বাছার বাড়ি ডানকুনি,বাচ্চু সিং বাড়ি হুগলি,শরিফুল শেখ বাড়ি মুর্শিদাবাদ,মাসাদুল হক-বাড়ি মুর্শিদাবাদ।যা নিয়ে এলাকায় ছড়িয়েছে উত্তেজনা ও চাঞ্চল্য।

এই বিষয়ে ঘাটালের পুলিশ আধিকারিক দুর্লভ সরকার বলেন,”গতকাল গভীর রাতে দাসপুর থানায় আমাদের কাছে এই এরকম একটা খোঁজ আসে যে এই দুটি ট্রাক এবং বেশ কয়েকজন লোক জড়ো হয়েছে কোন একটা কুকর্ম করার উদ্দেশ্যে। এরপরে আমরা অপারেশন নামি।আমদের টিম তাদেরকে ধরে। তাদের কাছ থেকে একটি বন্দুক, সেই সঙ্গে বেশ কয়েকটি কার্তুজ,বেশ কিছু ছুরি এবং কাটারি উদ্ধার করা হয়েছে। এরা প্রত্যেকেই ভিন জেলার।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in