Sukanta Majumda: “তৃণমূলের বাপ বিজেপি, মিস কোড করে অভিষেকের বাপ বলে উল্লেখ করবেন না” অভিষেকের কাল সাপ প্রশ্নে বিজেপি নেতা সুকান্ত মজুমদার

Share

দাসপুর 3 রা জানুয়ারি:

বিজেপির সংকল্প জনসভা বক্তব্য রাখতে দাসপুরে এলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সভা শেষ করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক নিয়ে তীব্র ভাষায় কটাক্ষ করেন এবং বলেন চা বাগান বন্ধের পেছনে দায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

“বিজেপি হচ্ছে তৃণমূলের বাপ, মিসকোড করে আপনারা আবার অভিষেকের বাপ বললে উল্লেখ করবেন না”দাসপুরের কলাইকুন্ডু মাঠে সভা করতে এসে এমনই মন্তব্য করলেন বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মূলত শনিবার দাসপুরের কলাইকুন্ডু মাঠে বিজেপির সংকল্প জনসভার আয়োজন করা হয়েছিল। সেই সভায় অন্যান্য নেতাদের পাশাপাশি বক্তব্য রাখতে আসেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা বিজেপি নেতা সুকান্ত মজুমদার।এই সভায় বক্তব্য রাখার পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হন সেখানে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। গত দুদিন আগে একটি জনসভা থেকে তৃণমূলের সেকেন্ড ইন কামান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিকে কাল সাপ বললে কটাক্ষ করেছিলেন সেই প্রশ্নের উত্তরে বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতি এই উত্তর দেন।

এরপর এক দেশ এক ভোট নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের বিষয় প্রশ্ন করলে বিজেপি নেতা বলেন,’ওর এ বিষয়ে বলার কোন অধিকার নেই কারণ সব রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে একই নিয়ম লাগু হবে সেক্ষেত্রে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতিবাদ জানাতে পারে,সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোন বলার একটি এক্তিয়ার নেই। তিনি কিছুটা ভেঙে বলেন বিধানসভার লোকসভা আলাদা আলাদা ভোট হলে পড়াশোনার অনেক ক্ষতি হয় বাচ্চাদের,প্রচুর টাকা খরচা হয়।সেইসব বন্ধ করতেই এই উদ্যোগ কেন্দ্রীয় সরকারের। পাশাপাশি তিনি কটাক্ষ করে এও বলেন দেশের ভালোর বিরোধিতা তৃণমূল করবে এটাই স্বাভাবিক কারণ ওরা জামাতের দালালি করে।

এরপর উত্তরবঙ্গের সমস্ত চা বাগান খোলা নিয়ে তিনি তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন উত্তরবঙ্গ নিয়ে আপনাদের অভিজ্ঞতা কম আপনার হয়তো জানেন না উত্তরবঙ্গের সমস্ত চা বাগানের মালিকের বাড়ি বেশিরভাগ কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভায়।এর আগে কেন্দ্রীয় সরকার চেয়েছিলেন চা বাগান খুলতে জট কাটাতে কিন্তু মুখ্যমন্ত্রী আন্দোলনের নামে সেসব মালিকদের উসকে কোর্টে নিয়ে যায় সেগুলি বন্ধ করে রেখেছেন ইচ্ছাকৃতভাবে। এছাড়া বিভিন্ন প্রশ্নের উত্তর এদিন স্বাভাবিক ছন্দে উত্তর দেন সুকান্ত মজুমদার।

উল্লেখ্য,এই দিন মঞ্চে সুকান্ত মজুমদার আসার আগেই বিজেপি নেতা বিজেপির রাজ্য কমিটির সদস্য কালীপদ সেনগুপ্ত লক্ষীর ভান্ডার নিয়ে কটাক্ষ করেন। তিনি বলেন ‘যে সব মায়েরা লক্ষ্মীর ভান্ডার পেয়ে তৃণমূলকে ভোট দিতে যাবে তাদের স্বামীদের বলবো তাদের স্ত্রীদের ঘরে বন্দী করে রেখে ভোট দিতে যাবেন।’ দাসপুরের কলাইকুন্ডু মাঠে বিজেপির সংকল্প জনসভা মঞ্চ থেকে এমনই বিতর্কিত মন্তব্য করলেন বিজেপির রাজ্য কমিটির সদস্য কালীপদ সেনগুপ্ত।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in