Dilip Ghosh:দেবকে ব্ল্যাকমেইল করেই রাজনীতিতে রাখা হয়েছে,গরু পাচারের অভিযোগ করিয়েছে খোদ তৃণমূল!খড়্গপুর থেকে মন্তব্য দিলীপ ঘোষের

Share

নিজস্ব প্রতিনিধি,খড়গপুর:

দেবকে নিয়ে বিস্ফোরক মন্তব্য বিজেপি নেতা দিলীপ ঘোষের।সোমবার সোজা স্কটল্যান্ড থেকে ফিরে একুশে জুলাই এর মঞ্চে যোগ দিয়েছিলেন ঘাটালের অভিনেতা সংসদ দেব।সভা মঞ্চেও দেবের কোনো সক্রিয় ভূমিকা চোখে পড়েনি রাজ্যবাসীর। আর এরই মধ্যে ঘাটালের অভিনেতা সাংসদ দেব কে নিয়ে বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের।

সোমবার শহীদ সভা করার পর মঙ্গলবার সকালে প্রাতঃভবনে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এবার ঘাটালের সাংসদ দেব কে নিয়ে কটাক্ষ দিলীপ ঘোষের।

কি বললেন দিলীপ ঘোষ?

দেব ভালো ছেলে! কিন্তু নিকম্মা ভালো ছেলে!আমার ছেলে কোন কাজে নেই। কার চাপে সে রাজনীতি করছে? কেন বারে বারে দাঁড়িয়ে ঘাটালের লোককে ধোঁকা দিচ্ছে। দম থাকলে রিজাইন করে দেখাও।মেদিনীপুরের লোকেরা মেরুদণ্ড থাকে তারা চামচাগিরি করে না। পাশাপাশি তিনি বলেন দেবকে ব্ল্যাকমেইল করা হচ্ছে। গরু পাচারের টাকা নিয়ে তাকে যে ডাকা হয়েছিল সেটা তৃণমূলের লোকেরাই ষড়যন্ত্র করে করিয়েছিল।দেবকে বলা হয় তুমি ভোটে না দাঁড়ালে তোমার সিনেমা বন্ধ করে দেবো।প্রোডাকশন বন্ধ করে দেব। আর সেই কারণেই বাধ্য হয়ে যাচ্ছে। যদিও এদিন দেবকে এক প্রস্থ পরামর্শ দিয়ে ফেলেন বিজেপির প্রাক্তন সাংসদ। তিনি দেবের উদ্দেশ্যে বলেন চোরেদের কাছে মাথা নত করোনা দেবকে পরামর্শ দিলীপ ঘোষের।

প্রসঙ্গত উল্লেখ্য,গতকাল একুশে জুলাইয়ের পাল্টা মৃত বিজেপি কর্মীদের উদ্দেশ্যে শহীদ সভা করেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।এই দিন তিনি খড়্গপুরের গিরি ময়দান সংলগ্ন সভা মঞ্চ করে সেখানে শহীদ পরিবার দের শ্রদ্ধা জ্ঞাপন করেন সেই সঙ্গে পাশে থাকার আহ্বান জানান।যদিও এই পরই মঞ্চ থেকে তিনি কটাক্ষ করেছিলেন তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল দলকে।পাশাপাশি সেই বক্তব্যে তিনি বেশকিছু ইউটিউবার কে বেশ কিছু সংবাদমাধ্যম এবং সেই সঙ্গে নিজের দলের বেশ কিছু কর্মী সমর্থন নেতৃত্বের বিরুদ্ধে তোপ দেগেছিলেন। তিনি এও খোলসা করেছিলেন যে তাকে নিয়ে যে ধরনের প্রচার করা হচ্ছে তা সম্পূর্ণ ভ্রান্ত।এক্ষেত্রে অনেকের ভূমিকায় রয়েছে তার এই বিরুদ্ধে প্রচারে।

তিনি চমক হিসেবেও বলেছিলেন যে শহীদ সভা করবেন বলেই তিনি ঠিক করে রেখেছিলেন আগে থেকেই। যদিও কালকের সভা মঞ্চ থেকে এই বহু বিজেপি কর্মী-সমর্থক তার সভাতে যোগ দেন।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in