
নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:
মেদিনীপুরে বাইক র্যালির দ্বিতীয় দিনে বুলেট নিয়ে
বাইক র্যালিতে অংশ নিল বিজেপির সর্বভারতীয় নেতা দিলীপ ঘোষ।মন্দিরে পুজো দিয়ে বাইকে চেপে রীতিমতো স্লোগান দিতে দিতে তিনি রামনবমীর শোভাযাত্রায় অংশ নেন।যা নিয়ে উজ্জীবিত রামভক্ত সহ বিজেপি নেতৃত্ব।

রাম নবমীর সকাল থেকেই জেলায় জেলায় শুরু হয়েছে রাম নবমীর শোভাযাত্রা ও বাইক র্যালি।হেভিওয়েট বিজেপির নেতা-নেত্রীদের এই বাইক র্যালিতে সামিল হতে দেখা যাচ্ছে।ঠিক সেই মতো পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের গোপগড় এলাকায় গোপনন্দিনী মন্দির থেকে ধেড়ুয়া বাজার এলাকা পর্যন্ত খোশ মেজাজে বুলেট নিয়ে বাইক চালিয়ে রামনবমীর শোভাযাত্রায় অংশগ্রহণ করতে দেখা গেল দিলীপ ঘোষ কে।এই শোভাযাত্রা শেষে দিলীপ ঘোষ বলেন পুলিশের কাছ হচ্ছে যে কোনো উৎসবে সহযোগিতা করা যদি উল্টো করে পরিস্থিতি উল্টো হবে।

প্রসঙ্গত উল্লেখ্য,এই রামনবমীতে বাইক র্যালি নিয়ে রীতিমতো মাসখানেক আগে থেকেই বিজেপির সঙ্গে রাজ্য সরকারের সংঘাত বেড়েছিল।এই বাইক মিছিল করার জন্য রীতিমতো কোর্টের দ্বারস্থ হতে হয়েছে বিজেপি সহ রাম ভক্তদের।যদিও কোর্ট পর্যালোচনা করে উত্তর দিয়েছিল দুর্গাপূজো হলে যদি অশান্তি না হয় তাহলে রামনবমীতে অশান্তি কেন হবে।আর তারপরই কাল থেকেই শুরু হয়েছে বাইকর্যালি ও বর্ণাঢ্য শোভাযাত্রা।গতকাল মেদিনীপুর শহর জুড়ে প্রায় ২০ হাজারের উপর বাইক নিয়ে রীতিমতো র্যালিতে অংশগ্রহণ করে রাম ভক্তরা।

কচিকাঁচা থেকে মহিলা পুরুষ ছিল এই র্যালির এক অন্যতম বৈশিষ্ট্য।এরই সঙ্গে বাইক চার চাকা,অটো টোটোর পাশাপাশি অংশ নিতে দেখা যায় ট্রাক্টর সহ বড় যানবাহনকেও।যা নিয়ে রীতিমত উৎসাহ উদ্দীপনা মেদিনীপুর শহর ও জেলা জুড়ে।