
নিজস্ব প্রতিনিধি,খড়গপুর:
কলকাতায় তৃণমূলের সমাবেশের পাল্টা সভা করল বিজেপির প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। মূলত এই দিন খড়গপুরে শক্তি প্রদর্শন দিলীপের।মঞ্চ থেকে কড়া আক্রমণ করলেন তৃণমূলকে। কটাক্ষ করতে ছাড়লেন না শুভেন্দু অনুগামীদেরও। তিনি বললেন একুশে হাফ করেছি ২৬ শে সাফ করে দেব।

কিছুদিন আগে থেকেই বিভিন্ন সোশ্যাল মাধ্যম উঠে এসেছিল ২১ শে জুলাই তৃণমূলের পাল্টা দিলিপের বেশ কিছু চমক নিয়ে। নিন্দুকেরা অনেকেই অনেক কথাই বলছিলেন।কেউ কেউ বলছিলেন দিলীপ ঘোষ ২১ শে জুলাই মুখ্যমন্ত্রীর হাত ধরে তৃণমূলে যোগদান করবেন!আবার কারো কারো মতে দল না ছাড়লেও নতুন দল গঠন করতে পারে দিলিপ.কিন্তু এই সব জল্পনার অবসান ঘটিয়ে একুশে জুলাইয়ের দিন পাল্টা খড়গপুরে বিজেপির শহীদ সভা করলেন প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ।জল্পনার অবসান ঘটিয়ে খড়গপুর শহরে শহীদ শ্রদ্ধাঞ্জলি সভাতে যোগ দিলেন বিজেপি-র প্রাক্তন রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ।নিজের গড় খড়গপুরে এদিন কার্যত শক্তি প্রদর্শন করতেও দেখা যায় দিলীপ ঘনিষ্ঠ জেলা সভাপতি সহ অনুগামী কর্মী-সমর্থকদের।এইদিন শহরের গিরি ময়দান মাঠ ছিল এদিন কানায় কানায় পূর্ণ।

উপস্থিত ছিলেন শহীদ পরিবারের সদস্যরাও।আর এই সভা থেকে একদিকে যেমন রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগেন দিলীপ।ঠিক তেমনই তাঁর তৃণমূলে যাওয়া নিয়ে যাঁরা জল্পনা ছড়িয়েছিল বলে তিনি মনে করেন, তাঁদেরকেও কড়া ভাষায় আক্রমণ করেন। মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দল বদল নিয়ে বলেন,” দিলীপ ঘোষ কোনদিন তৃণমূলে যাবে না।বরং যতদিন না এ রাজ্যে নরেন্দ্র মোদির দলের সরকার গঠিত হচ্ছে, ততদিন লড়াই চলবে।”তিনি এও বলেন, নবান্নে যতক্ষণ না বিজেপি-র কোনও নেতা বসছে, ততক্ষণ লড়াই আন্দোলন চলবে। এরপর বিভিন্ন সংবাদ মাধ্যম ও সোশ্যাল মাধ্যমে চমক ওঠা নিয়ে তিনি বলেন,”অনেকেই জিজ্ঞেস করছিল,কি চমক থাকবে? আরে তৃণমূলের ২১ জুলাইয়ের মঞ্চ ছাড়াও যে অন্য মঞ্চ হতে পারে,সেটাই তো চমক!ওখানে ১৩ জন শহীদের স্মরণে সভা, আর এখানে আমরা ২৫০ জনের বেশি শহীদকে শ্রদ্ধা জানালাম।

পাশাপাশি রথযাত্রার সময় দিঘায় মুখ্যমন্ত্রীর নারিকেল ফাটানোকেও এদিন কটাক্ষ করেন দিলীপ ঘোষ। উল্লেখ্য,এই দিন ২১ শে জুলাইয়ের বিজেপির শহীদ শ্রদ্ধাঞ্জলি সভায় প্রায় ১০০টি পরিবার যোগদান করেছে বলে দাবি বিজেপির।