
মেদিনীপুর 21 সে জানুয়ারি:
ফের আন্দোলনে নামলেন পশ্চিম মেদিনীপুরের ট্রাক মালিক এবং ড্রাইভাররা। এদিন তারা কলেজ মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল করে জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখান। সেই সঙ্গে তুলে দেন একটি ডেপুটেশন।নেতৃত্ব জানান অবিলম্বে মিথ্যে মামলায় গ্রেপ্তার হওয়া তাদের সংগঠনের নেতা কে নিঃশর্তে মুক্তি দিতে হবে,সেই সঙ্গে সমস্ত মামলা প্রত্যাহার করতে হবে প্রশাসনকে না হলে বৃহত্তর আন্দোলনে নামা হবে।

ফের আন্দোলনে নামলেন ট্রাক মালিকরা।পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট ট্রাক অপারেটরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সদস্যরা এদিন একটি ট্রাকের বড় কার্টুন মাথায় নিয়ে সেই সঙ্গে সারিবদ্ধ মিছিল করে বিক্ষোভ দেখালেন জেলাশাসক দপ্তরে। সংগঠনের অভিযোগ তাদের ট্রাক সংগঠনের নেতা আনাস আহমেদ কে মিথ্যেভাবে ফাঁসানো হয়েছে। শুধু ফাঁসানো হয়েছে তা নয়, সেই সঙ্গে তাকে মিথ্যে মামলা দিয়ে আটকে রেখেছে প্রশাসন। এইসব জুলুমবাজির অভিযোগ তুলে সেই সঙ্গে মিথ্যে মামলায় ফাঁসানো ট্রাক সংগঠনের নেতা কে নিঃশর্ত মুক্তি,সেই সঙ্গে মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে রাস্তায় বিক্ষোভ মিছিল করল সংগঠনের সদস্যবৃন্দ। এদিন গলায় প্লাকার্ড,মাথায় একটি ট্রাকের কার্টুন নিয়ে কলেজ মাঠ থেকে জেলাশাসকের দপ্তর পর্যন্ত সারিবদ্ধ মিছিল করা হয়।তাতে নেতৃত্ব দেন কয়েকশো ট্রাক মালিক ও ড্রাইভার সেই সঙ্গে তার পরিবার। এরপর তারা বিক্ষোভ দেখানোর পাশাপাশি জেলা শাসক কে ডেপুটেশন দেন। এই দিনের পুরো অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলেন অ্যাসোসিয়েশন সম্পাদক,নেতা প্রদীপ মন্ডল।

বক্তব্য রাখতে গিয়ে এসোসিয়েশন সম্পাদক প্রদীপ মন্ডল বলেন,”প্রশাসনের একশ্রেণীর মানুষ তাদের সংগঠনের নেতা কে মিথ্যে মামলায় ফাঁসিয়েছে। আমরা ভয় ভীত হয়ে আছি আগামী দিনে আবার হয়তো ফাঁসাবে কাউকে।তাই এই জুলুমবাজি বিরুদ্ধে আমাদের এই আন্দোলন।আমাদের দাবি অবিলম্বে আমাদের সংগঠনের নেতাকে নিঃশর্তে মুক্তি,মিথ্যে মামলা প্রত্যাহার।

তা যদি না করা না হলে আগামী দিনে আমাদের প্রতি কোন রকম অবিচার হলে আরও বৃহত্তর আন্দোলনে নামা হবে।