Ghatal Flood:ঘাটাল পরিদর্শনে তড়িঘড়ি জেলায় মুখ্যমন্ত্রী!রাত্রি নিবাস করার কথা সার্কিট হাউসে

Share

নিজস্ব প্রতিনিধি,ঘাটাল:

টানা বৃষ্টি সেইসঙ্গে বিভিন্ন ডিভিসির থেকে জল ছাড়ায় প্লাবিত ফের ঘাটাল।দীর্ঘ মাসখানেক ধরে জলবন্দি এলাকার মানুষজন।তবে জল নামলেও দুর্ভোগ কাটেনি এলাকার মানুষ জনদের।এই ঘাটাল বন্যা পরিস্থিতি দেখতে আসছেন খোদ মুখ্যমন্ত্রী। ঝাড়গ্রাম যাওয়ার আগে ঝটিকা সফরে ঘাটাল পরিদর্শন করবেন বলে সূত্রের খবর।

আবার জেলায় আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা ঘিরে জোর তৎপরতা জেলা প্রশাসনের মধ্যে। সূত্রে জানা যায়,”আগামী ৬ ই আগস্ট ঝাড়গ্রামে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুদিনের জন্য।ওখানে সভার পাশাপাশি একটি মিছিল করারও কথা রয়েছে মুখ্যমন্ত্রীর।সেই সঙ্গে কথা রয়েছে রাত্রিযাপনের এবং দলীয় কর্মী নেতৃত্বের সঙ্গে বৈঠকের।যদিও সূত্র অনুযায়ী জানা যায় এদিন মুখ্যমন্ত্রী ঝাড়গ্রাম যাওয়ার আগে এক প্রস্থ ঘাটালে বন্যা পরিদর্শন করবেন।সেই সূত্র মোতাবেক আগামী পাঁচই আগস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরামবাগ হয়ে ঘাটালে আসবেন।এখানে জেলার পুলিশ আধিকারিক সেই সঙ্গে জেলা প্রশাসন কে নিয়ে এক প্রস্থ ঘাটাল বন্যা পরিদর্শন করবেন।কি পরিস্থিতি রয়েছে,ত্রাণ কার্য কতটা চলছে,কতটা ক্ষয়ক্ষতি হয়েছে সেসব তদারকিও করবেন তিনি।

এরপর তিনি সোজা ঘাটাল থেকে গাড়িতে করে চলে আসবেন মেদিনীপুর সার্কিট হাউসে।সেখানে রাত্রে থাকার পর পরের দিনে সকাল হলে তিনি বেরিয়ে যাবেন ঝাড়গ্রামের উদ্দেশ্যে। এও শোনা যাচ্ছে এই সার্কিট হাউসে তিনি নেতৃত্ব কর্মীদের নিয়েও এক বৈঠক করারও কথা রয়েছে।যদিও এই নিয়ে এখনো পর্যন্ত জেলা প্রশাসন অথবা তৃণমূলের পক্ষ থেকে কোনরূপ বিবৃতি দেওয়া হয় নি।তবে তড়িঘড়ি প্রস্তুতি সেরে ফেলছেন জেলা প্রশাসন এ নিয়ে কোন সন্দেহ নেই।

প্রসঙ্গত উল্লেখ্য,টানা মাঝখানে ধরেই জলমগ্ন পরিস্থিতি পশ্চিম মেদিনীপুরে শেষ প্রান্ত ঘাটাল সাব ডিভিশনে। শুধু গ্রামীন এলাকা নয় সেইসঙ্গে ডুবেছে পৌরসভার ওয়ার্ডগুলি।পানীয় জলের সংকট,বাড়িঘর ডুবে যাওয়া, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের অভাব সেই সঙ্গে ব্যবসা-বাণিজ্য সব লাটে উঠেছে।যদিও ইতিমধ্যে ত্রাণ কার্যে চালিয়ে যাচ্ছে জেলা প্রশাসন। পুলিশ প্রশাসনের তরফ থেকে খাবার বিলি করা হচ্ছে একাধিক ক্যাম্প করে।স্বাস্থ্য দপ্তর থেকে একাধিক টিম নিয়োগ করা হয়েছে এই প্লাবিত এলাকায় মানুষের চিকিৎসার জন্য।যদি ওই নিয়ে দফায় দফায় বৈঠক সেরেছেন জেলা প্রশাসনে আধিকারিকরা।বৈঠক করেছেন সাংসদ দেব। তবে জল ধীরে ধীরে নামলেও নতুন করে বৃষ্টি হওয়ায় ফের প্লাবিত হচ্ছে এলাকা,যা নিয়ে দীর্ঘ সমস্যায় পড়েছেন এলাকার মানুষজন।আর এই পরিস্থিতি দেখতে এক প্রস্থ ছুটে আসছেন মুখ্যমন্ত্রী বলে সূত্রের খবর।

এই বিষয়ে তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি তথা বিধায়ক অজিত মাইতি এক বিবৃতিতে বলেন,”শুনেছি মুখ্যমন্ত্রী ঝাড়গ্রাম যাওয়ার আগে একবার ঘাটালে আসবেন।এর বেশি কিছু জানি না। পুরোটাই জেলা প্রশাসন জানে বলেই তিনি দায়িত্ব এড়িয়েছেন।

যদিও এ বিষয়ে জেলাশাসক খুরশেদ আলী কাদেরী এক বিবৃত জানান,”এই ধরনের এখনো অফিসিয়ালি কোন লেটার আমরা পাইনি,তবে সংবাদ মাধ্যম সূত্রেই জানতে পেরেছি এবং সেই ভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in