Tribeni Organization: নারী পাচার ও বাল্য বিবাহ রোধে গোপীবল্লভ পুরে বসলো 18 তম গণ বিবাহের আসর!সনাতন এর হাত ধরে 3526 জনের বিবাহ দিল সংগঠন

Share

গোপীবল্লভপুর 14 ই ডিসেম্বর:

একসময় এই গোপীবল্লভপুর জেলায় পিছিয়ে পড়া দুস্থ গরিব মানুষদের মেয়ের বিয়ে দিতে কে হিমশিম খেত পরিবার। অনেক পরিবারের নাবালিকা মেয়ে কে কষ্টের জন্য আর্থিক অনটনে বিয়ে দিতে দিতে তার বাবা-মা। এরই পাশাপাশি বিয়ে দেওয়ার নাম করে নারী পাচার হয়ে তো জেলা থেকে ভিন রাজ্য এবং ভিন দেশে।এই পরিস্থিতি চলতে থাকায় তাদের পাশে দাঁড়ানোর জন্য এবং নাবালিকা পাচার রোধে উদ্যোগই হল কয়েকজন উদ্যোমী যুবক। তবে এলাকারই বিশ্বস্ত মানুষ সনাতন দাস সকলকে একত্রিত করে রাতারাতি গড়ে তুললেন একটি সংগঠন। যার নাম দিলেন ‘ত্রিবেনী যুব জনকল্যান অর্গানাইজেশন’। এবছর একই মঞ্চে চোদ্দ জোড়া পাত্র পাত্রী আবদ্ধ হলো বিয়ের মঞ্চে।

এই সংগঠন গড়ে তুলেই তিনি সেই সকল দুস্থ পরিবারের পাশে দাঁড়ালেন সেই সঙ্গে তাদের যাবতীয় বিবাহের যৌতুক দিয়ে দিলেন বিবাহ। এই ভাবেই শুরু হওয়া এই সংগঠনের বিবাহ পরিণত হল গণবিবাহে। প্রতিবছরই কখনো কুড়ি জোড়া কখনো ত্রিশ জোড়া কখনো বা ১৫ জোড়া পাত্র-পাত্রীকে নিয়ে এসে তিনি বিবাহ দিলেন এক মঞ্চে।একই মঞ্চে গায়ে হলুদ, নান্দীমুখ,সিঁদুর দান, মালাবদল সঙ্গে পাতপেড়ে খাওয়া-দাওয়ার ব্যবস্থা। এ বছরে তার ব্যতিক্রম রইল না।ঝাড়গ্ৰাম জেলার উড়িষ্যা ও ঝাড়খন্ড রাজ্যের সীমান্তবর্তী এলাকায় নারী পাচার এবং বাল্য বিবাহ রুখতে দীর্ঘ ১৮ বছরের ধারাবাহিকতা বজায় রাখল গোপীবল্লভপুর এর স্বেচ্ছাসেবী সংগঠন ‘ত্রিবেনী যুব জনকল্যান অর্গানাইজেশন’। প্রতি বছরের মতো এই বছর ও ১২ ই ডিসেম্বর শুক্রবার রাতে সংগঠনের উদ্যোগে শ্রী পাট গোপীবল্লভপুরের রসিকানন্দ ময়দানে মহা সমারোহের সাথে বসল গণবিবাহের আসর।

গোপীল্লভপুরে ত্রিবেনী যুব জনকল্যান অর্গানাইজেশন এর কর্মকর্তা তাদের এবছরের আয়োজনে মোট ১৪ জোড়া পাত্র পাত্রীর বিয়ে দিলেন। ১৮ বছরের এই কর্মযজ্ঞে মোট ৩৫২৬ জন পাত্রীর বিয়ে দিয়ে একপ্রকার নজির গড়লেন সংগঠনের কর্মকর্তারা। শুক্রবার রাতে ত্রিবেনী যুব জনকল্যান অর্গানাইজেশন এর ১৮ তম বর্ষের গণ বিবাহ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন শ্রী পাট গোপী বল্লভ পুরের মহন্ত কৃষ্ণকেশবানন্দ দেব গোষ্মামী। এছাড়াও ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী চূড়ামনি মাহাতো,গোপীবল্লভপুর থানার আই.সি কার্তিক চন্দ্র রায়,গোপীবল্লভপুর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সত্যরঞ্জন বারিক, ত্রিবেণী যুব জনকল্যাণ অর্গানাইজেশনের সম্পাদক সনাতন দাস,কোষাধক্ষ্য অনুপ কর,সুব্রত সিংহ প্রমুখ।

এদিন রাতভর মঞ্চে বিভিন্ন অনুষ্ঠান এর আয়োজন করা হয় এবং বিবাহ রীতি মেনে পাত্র পাত্রীদের বিবাহ দেওয়া হয়। পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে নব দম্পতির জন্য দেওয়া হয় পালঙ্ক, আলমারি,সোনার নাকছাবি,দুল,সাইকেল,ঘড়ি, বিছানাপত্র,বাসনপত্র সহ নানা ধরনের দান সামগ্রী। জানা গেছে ঝাড়খন্ড এবং উড়িষ্যা রাজ্যের সীমান্তবর্তী এলাকায় সুবর্ণরেখা নদী তীরবর্তী গোপীবল্লভপুরের বুকে নারী পাচার ও বাল্য বিবাহ রুখতে স্বেচ্ছাসেবী সংগঠন ত্রিবেনী যুব জনকল্যাণ অর্গানাইজেশন এর এই মহতী উদ্যোগে সামিল হন শ্রী পাটগোপীবল্লভপুর এর অগনিত সাধারণ মানুষ।ওই অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা নব দম্পতিদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি আশীর্বাদ করেন উপস্থিত অতিথিবৃন্দ।

এই বিষয়ে সংগঠনের কর্মকর্তা সনাতন দাস বলেন,”ছোট থেকে এলাকায় দেখে আসছি কিভাবে অসহায় পরিবারগুলোর মেয়েদের বিয়ের নাম করে বাইরের রাজ্য এবং জেলায় পাচার করে নিয়ে যায় বেশ কিছু দুষ্কৃতী।এই পরিস্থিতিতে সেই সকল অসহায় পরিবারের পাশে দাঁড়াতে এবং যারা টাকা-পয়সা অভাবের জন্য তাদের মেয়েকে বিয়ে দিতে পারে না তাদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের এই উদ্যোগ।” আমাদের সংগঠন গুটিগুটি পায়ে ১৮ বছরের পদার্পণ করলো। আমরা শপথ নিয়েছি,”কোনভাবে এলাকার কোন নাবালিকা মেয়েকে বাইরে পাচার হতে দেব না, সেই সঙ্গে কোন নাবালিকার যাতে বিয়ে না হয় সেদিকটাও আমরা সজাগ দৃষ্টি রাখব।”


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in