Himani Narwal:রাহুল গান্ধীর সঙ্গে ভারত জোড়ো যাত্রার সঙ্গীর দেহ সুটকেসে বন্দী!কারণ ঘিরে ধোঁয়াশা

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

এবার হরিয়ানার রোহতকে বাস স্ট্যান্ডের কাছে একটি সুটকেস থেকে উদ্ধার হলো মহিলা কংগ্রেসকর্মীর দেহ।এই মৃত কর্মীর নাম হিমানি নারওয়াল।মূলত ২২ বছরের ওই যুবতী কংগ্রেসের সক্রিয় কর্মী ছিলেন।সূত্র অনুযায়ী খবর কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রায় সক্রিয় ভূমিকা নিতে দেখা গিয়েছিল হিমানিকে।এলাকাতেও তিনি পরিচিত মুখ। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে।

শনিবার রোহতকের সামপ্লা বাস স্ট্যান্ডের কাছে একটি সুটকেস পড়ে থাকতে দেখেন পথচারীরা।অনেকক্ষণ ধরে তা পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন তাঁরা।পুলিশ এসেই দেখে সুটকেসের ভিতরে রয়েছে এক যুবতীর দেহ। তার পর জানা যায়,সুটকেসের ভিতরে থাকা দেহ হিমানি নামের ওই মহিলা কংগ্রেসকর্মীর।পিজিআইএমএস রোহতকে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, হিমানির গলায় ওড়না জড়ানো ছিল। তা দেখে পুলিশের প্রাথমিক অনুমান,গলায় ওড়না পেঁচিয়ে খুন করা হতে পারে ওই রাজনৈতিক কর্মীকে।

তবে ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর আসল কারণ জানা সম্ভব হবে। ঘটনা নিয়ে সামপ্লা থানার স্টেশন ইন-চার্জ বীজেন্দ্র সিং বলেছেন, ‘এটা একটা খুনের ঘটনা। আমরা ঘটনার তদন্ত শুরু করেছি। মৃত মহিলার নাম হিমানি নারওয়াল। আমরা তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি।উল্লেখ্য,রবিবার হরিয়ানার ৩৩টি পুরসভায় ভোট রয়েছে। তার আগের দিন কংগ্রেসকর্মীর দেহ উদ্ধারের ঘটনায় রাজনৈতিক উত্তেজনার পারদও চড়েছে।

যদিও এই ঘটনা নিয়ে সরব হয়েছে হরিয়ানার কংগ্রেস নেতৃত্ব।হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডা ঘটনায় শোক প্রকাশ করে উচ্চ পর্যায়ের তদন্তের দাবি জানিয়েছেন।তিনি বলেছেন, ‘এ ভাবে নৃশংস খুন থেকে আমি স্তম্ভিত হয়ে গিয়েছি। এই ঘটনা দেখে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি কোন পর্যায়ে পৌঁছেছে তা বোঝা যাচ্ছে।তিনি এও বলেন এই ঘটনায় নিরপেক্ষ উচ্চ পর্যায়ের তদন্ত করতে হবে।সেই সঙ্গে অপরাধীদের যত দ্রুত সম্ভব শাস্তির ব্যবস্থা করতে হবে।’

রোহতকের বিধায়ক বিবি বাত্রাও ঘটনায় শোকপ্রকাশ করেছেন। হিমানির সঙ্গে দলের কর্মসূচিতে নিজের ছবিও পোস্ট করেছেন।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in