
খড়গপুর 20 ই জানুয়ারি:
সাতপাকে বাঁধা পরলেন হিরণ চট্টোপাধ্যায়। দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে বসলেন বিজেপি বিধায়ক ও অভিনেতা।সেই ছবি ইনস্টাগ্রাম পোস্ট করেছেন তিনি পাশাপাশি বিভিন্ন ফেসবুকেও ছড়িয়ে পড়েছে।যদিও এ নিয়ে সোশ্যাল মাধ্যমে কমেন্টের বন্যা।

সোশ্যাল মিডিয়ায় এরকমই একাধিক ছবি দেখা গেছে যেখানে হিরন চট্টোপাধ্যায় বিয়ে করছেন ঋত্বিকা গিরিকে তবে সেই ছবি এখানকার নয় এই ছবির বারানসির। বিয়ের একাধিক ছবি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করেছেন হিরণ। যে ছবিতে দেখা যাচ্ছে হিরন সিঁদুর পরিয়ে দিচ্ছেন পাত্রী ঋতিকা গিরিকে।মূলত সাত সমুদ্র পেরিয়ে বারাণসীর ঘাটে চার হাত এক হয়ে যায় তাঁদের।সোশ্যাল মিডিয়ায় অভিনেতা বিয়ের ছবি দিতেই অনেকেই তাতে লাইক ও কমেন্ট করেন। এই বিয়ের ছবিতে কমেন্ট করেন হিরণের প্রথম পক্ষের স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়। সূত্র অনুযায়ী এবং সেই সঙ্গে সোশ্যাল মাধ্যম ঘেঁটে জানা গিয়েছে, বেশ অনেক দিন ধরেই সম্পর্কে ছিলেন হিরণ ও ঋতিকা। কিন্তু সে ভাবে প্রকাশ্যে তা নিয়ে আলোচনা হয়েছিল, এমন নয়। সিনেমার ছেড়ে দিয়ে একেবারে রাজনীতিতেই ব্যস্ত হয়ে ওঠেন এই অভিনেতা।রাজনীতিতে যোগদান করার পর থেকে তিনি মূলত খড়্গপুরেই থাকতেন। তিনি খড়্গ পুরের বিধায়ক এর পাশাপাশি এলাকার ওয়ার্ড কাউন্সিলারও রয়েছেন।শোনা গিয়েছিল প্রাক্তন স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে অনেক দিন ধরে সমস্যা চলছিল তাঁর। হিরণ এবং অনিন্দিতার এক কন্যাসন্তান রয়েছে। যদিও এই নিয়ে কেউই মুখ খুলতে রাজি হয়নি। ফোন করা হলে হিরন ফোন ধরেননি।

প্রসঙ্গত উল্লেখ্য,২০২৪ এর লোকসভা নির্বাচনে ঘাটালের সাংসদ অভিনেতা দেবের প্রতিপক্ষে দাঁড়িয়ে ছিলেন বিজেপি প্রার্থীর হয়ে এই হিরণ চট্টোপাধ্যায়।যদিও লড়াইটা টক্করে টক্করে হয়েছিল তবে শেষ পর্যন্ত হিরণ চট্টোপাধ্যায় পরাজিত হন দেব এর কাছে। মাঝখানে কান ঘোষণা গেছিল হিরন চট্টোপাধ্যায় জগতে চলেছে তৃণমূলে। সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায় মেদিনীপুর কলেজ মাঠে সভা করতে এসেও হিরনের তৃণমূলে যোগদান নিয়েও কটাক্ষ করে গেছেন। কিন্তু তারপরও হিরন চট্টোপাধ্যায় রয়ে গেছেন বিজেপিতে এবং তিনি একের পর এক বিভিন্ন ধরনের অনুষ্ঠানের যোগ দিচ্ছেন খড়গপুরে।

এরই মধ্যে তার বিয়ে হওয়ার ছবি সোশ্যাল মাধ্যমে প্রকাশ পড়ায় রীতিমত কমেন্টের বন্যা।