
কেশিয়াড়ি 21 সে অক্টোবর:
এক ফানুসেই শেষ হয়ে গেল দুটো বাড়ি।ফানুসের আগুনে পুড়ে ছাই মাইতি পরিবারের দুটি বাড়ি,যে ঘটনায় চাঞ্চল্য সংশ্লিষ্ট এলাকায়। যদিও প্রথমে স্থানীয়রা চেষ্টা করেছিল আগুন নেভানোর।তবে আয়ত্তে না আনার পর অবশেষে দমকলে খবর দেওয়া হয়।দমকল এসে ঘন্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

দীপাবলিতে ফানুসের আনন্দে পুড়ে শেষ হলো ২টি বাড়ি,সোমবার দীপাবলীর রাতেই বিষাদের সুর কেশিয়াড়ির বড়চাটি এলাকায়।মূলত কেশিয়াড়ির খাজরা গ্রাম পঞ্চায়েতের বরচাটি এলাকায় বাড়ি সর্বেশ্বর মাইতি ও সুরেন মাইতির।সোমবার সন্ধ্যে নাগাদ দাউ দাউ করে জ্বলতে থাকে বাড়ির উপরের চাল!বাড়ির লোক বাইরে বেরিয়ে এসে দেখেন বাড়িতে আগুন লেগেছে।এরপর এলাকাবাসী উপস্থিত হয়ে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে গেলেও ব্যর্থ হয়।আগুন লাগার খবর দেওয়া হয় দমকলে। পরে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে ও স্থানীয়দের প্রচেষ্টায় প্রায় ঘন্টা দুয়েক পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।তবে পুড়ে ছাই হয়ে যায় বাড়ির মধ্যে থাকা জিনিসপত্র।যদি এলাকাবাসী ও পরিবারের লোকের দাবি এলাকায় বাজি বা ফানুস থেকেই এই আগুন লাগার ঘটনা ঘটেছে।

এলাকাবাসীর দাবি ফানুস এসেই সর্বেশ্বর মাইতির খড়ের চালের উপর প্রথমে পড়ে।তারপরে দাউ দাউ করে জ্বলে উঠে খড়ের চাল।আর তাই তার বাড়ির পাশেই সুরেন মাইতির বাড়িতেও সেই আগুন ছড়িয়ে পড়ে। যার ফলে কয়েক ঘণ্টার মধ্যেই পুড়ে ছাই হয়ে যায় দুটি বাড়ি।

যদিও ঘটনাস্থলে কেশিয়াড়ি থানার পুলিশ পৌঁছে বিষয়টি খতিয়ে দেখছে।